1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসাঞ্জের সহযোগী নরওয়েতে নিখোঁজ

৩ সেপ্টেম্বর ২০১৮

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জের সহযোগী আরিন কামফুইস নরওয়েতে নিখোঁজ হয়েছেন৷ সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ কামফুইসকে দেশটির উত্তরাঞ্চলে গত ২০ আগস্ট সর্বশেষ দেখা গিয়েছিল৷

https://p.dw.com/p/34Cn2
Arjen Kamphuis niederländischer Sicherheitsexperte
ছবি: picture-alliance/Apa/H. Pfarrhofer

বোদো শহরের একটি হোটেল থেকে বের হওয়ার পর থেকে কামফুইস নিখোঁজ বলে এক টুইটে জানিয়েছে উইকিলিকস৷ একে ‘বিস্ময়কর অন্তর্ধান' বলছে তারা৷

উইকিলিকসের ভাষ্য মতে, বোদো থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণের শহর ট্রনহাইম থেকে ২২ আগস্ট ফ্লাইট ছিল কামফুইসের৷

কামফুইস বোদো, ট্রনহাইম বা ট্রেনের মধ্য থেকে নিখোঁজ হতে পারেন বলে ধারণা করছে উইকিলিকস৷

নিখোঁজদের সম্পর্কে তথ্য সংগ্রহকারী একটি ওয়েবসাইট বলছে, ‘‘তার বয়স ৪৭ বছর৷ তিনি ১ দশমিক ৭৮ মিটার লম্বা এবং চলাচল সাধারণ৷ তিনি সাধারণত কালো পোশাক পরেন এবং কালো ব্যাকপ্যাক নিয়ে চলেন৷''

তাঁকে নরওয়ের আলেসান্ড ডেনমার্কের রিবেতে দেখা গেছে বলে দু'টি উড়ো খবর এলেও সে বিষয়ে কেউ নিশ্চিত করতে পারেনি৷

তবে নেদারল্যান্ডসের এই নাগরিক কোথায় থাকতে পারেন সে বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো ‘ক্লু' নেই বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র টমি বেক৷

নরওয়ের একটি ট্যাবলয়েড বলছে, নেদারল্যান্ডসে আনুষ্ঠানিকভাবে কামফুইসের নিখোঁজের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানো পর্যন্ত তাঁর মোবাইল ফোন ‘মুভমেন্ট ডেটা' ব্যবহারের সুযোগ পাবে না নরওয়ে পুলিশ৷

তবে কামফুইসের এক বন্ধুর টুইট থেকে বিষয়টি অবগত হয়েছেন বলে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে৷1035674447418519552

এএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য