1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া

৯ ডিসেম্বর ২০১২

সিরিয়া পরিস্থিতি নিয়ে আবারও আলোচনা শুরু করতে চায় রাশিয়া৷ তবে আসাদকে সরানোর পক্ষে নয় তারা৷ এদিকে সিরিয়ার বিদ্রোহীরা আরও একটি সেনা ঘাঁটি দখল করে নিয়েছে৷ এদিকে সিরিয়ায় নিহত তিন লেবাননি ও ফিলিস্তিনির লাশ ফেরত এসেছে৷

https://p.dw.com/p/16ynt
U.N.-Arab League peace envoy Lakhdar Brahimi (L) and Russia's Foreign Minister Sergei Lavrov address the media after their meeting in Moscow October 29, 2012. Brahimi expressed regret on Monday that a U.N.-brokered truce had not been more successful in Syria but said he would not let this discourage his peace efforts. REUTERS/Maxim Shemetov (RUSSIA - Tags: POLITICS)
ছবি: Reuters

রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরভ জানিয়েছেন, নতুন আলোচনায় গুরুত্ব পাবে সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠা৷ তবে এই আলোচনা হবে কোন ধরণের পূর্বশর্ত ছাড়াই৷ অর্থাৎ কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না সেটি নিয়ে আলোচনায় আগ্রহী নয় রাশিয়া৷ লাভরভ বলেছেন, যে সিরিয়ার দুই পক্ষকে এখন অস্ত্র ত্যাগ করে আলোচনার টেবিলে বসতে হবে৷

এই আলোচনার জন্য লাভরভ তার এক সহকারীকে পাঠাচ্ছেন জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমির কাছে৷ সেই রুশ প্রতিনিধি ব্রাহিমি ছাড়াও বৈঠক করবেন জেনেভাতে মার্কিন প্রতিনিধির সঙ্গে৷ উল্লেখ্য, এখন পর্যন্ত সিরিয়ার বিরুদ্ধে কোন ধরণের কড়া পদক্ষেপ নিতে পারেনি পশ্চিমা বিশ্ব৷ কারণ নিরাপত্তা পরিষদে এই সংক্রান্ত তিন দফা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া এবং চীন৷

এদিকে বিদ্রোহীদের হাতে নতুন একটি সেনা ঘাঁটি দখলের খবর পাওয়া গেছে রোববার৷ এছাড়া আরও অনেক জায়গায় বিদ্রোহীদের ওপর সরকারি বাহিনীর বোমা বর্ষণেরও খবর এসেছে৷ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, সিরিয়ার উত্তরের প্রদেশ আলেপ্পোর শেখ সুলাইমান এলাকার একটি ঘাঁটি দখল করেছে বিদ্রোহীরা৷ এলাকাটি তুরস্কের সীমান্তের কাছে অবস্থিত৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রেজিমেন্ট ট্রিপল ওয়ান এবং আরও তিনটি কোম্পানি দখল করেছে বিদ্রোহীরা৷ দখলের পর ঘাটি ছেড়ে পালিয়েছে শতাধিক সেনা৷ এছাড়া পাঁচজনকে আটকও করেছে বিদ্রোহীরা৷

Free Syrian Army fighters are seen at the town of Ras al-Ain, near the province of Hasaka, 600 km (373 miles) from Damascus December 5, 2012. Picture taken December 5, 2012. REUTERS/Samer Abdullah/Shaam News Network/Handout (SYRIA - - Tags: POLITICS CONFLICT) FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. IT IS DISTRIBUTED, EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS
সিরিয়ার বিদ্রোহীদের একজন অস্ত্র হাতে (ফাইল ফটো)ছবি: Reuters

অন্যদিকে দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে আসাদের সেনারা৷ এছাড়া ইরবিন এলাকাতে বিমান হামলাও চালানো হয়৷ রাজধানীর উপকণ্ঠে কাদাম নামে জায়গাতে সেনা আর বিদ্রোহীদের মধ্যেও যুদ্ধের খবর পাওয়া গেছে৷

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার লেবাননের কর্তৃপক্ষের হাতে তিনজনের লাশ এসে পৌঁছেছে৷ গত সপ্তাহে সিরিয়াতে যে ১৪ জন লেবাননি এবং ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের মধ্যে ছিলো এই তিনজন৷ মনে হচ্ছে, নিহতরা সিরিয়ার বিদ্রোহীদের পক্ষে যোগ দিয়েছিলো৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে লেবাননের ত্রিপোলিতেও প্রেসিডেন্ট আসাদের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে৷

আরআই/এএইচ (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য