সিরিয়া
৯ ডিসেম্বর ২০১২রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরভ জানিয়েছেন, নতুন আলোচনায় গুরুত্ব পাবে সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠা৷ তবে এই আলোচনা হবে কোন ধরণের পূর্বশর্ত ছাড়াই৷ অর্থাৎ কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না সেটি নিয়ে আলোচনায় আগ্রহী নয় রাশিয়া৷ লাভরভ বলেছেন, যে সিরিয়ার দুই পক্ষকে এখন অস্ত্র ত্যাগ করে আলোচনার টেবিলে বসতে হবে৷
এই আলোচনার জন্য লাভরভ তার এক সহকারীকে পাঠাচ্ছেন জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমির কাছে৷ সেই রুশ প্রতিনিধি ব্রাহিমি ছাড়াও বৈঠক করবেন জেনেভাতে মার্কিন প্রতিনিধির সঙ্গে৷ উল্লেখ্য, এখন পর্যন্ত সিরিয়ার বিরুদ্ধে কোন ধরণের কড়া পদক্ষেপ নিতে পারেনি পশ্চিমা বিশ্ব৷ কারণ নিরাপত্তা পরিষদে এই সংক্রান্ত তিন দফা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া এবং চীন৷
এদিকে বিদ্রোহীদের হাতে নতুন একটি সেনা ঘাঁটি দখলের খবর পাওয়া গেছে রোববার৷ এছাড়া আরও অনেক জায়গায় বিদ্রোহীদের ওপর সরকারি বাহিনীর বোমা বর্ষণেরও খবর এসেছে৷ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, সিরিয়ার উত্তরের প্রদেশ আলেপ্পোর শেখ সুলাইমান এলাকার একটি ঘাঁটি দখল করেছে বিদ্রোহীরা৷ এলাকাটি তুরস্কের সীমান্তের কাছে অবস্থিত৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রেজিমেন্ট ট্রিপল ওয়ান এবং আরও তিনটি কোম্পানি দখল করেছে বিদ্রোহীরা৷ দখলের পর ঘাটি ছেড়ে পালিয়েছে শতাধিক সেনা৷ এছাড়া পাঁচজনকে আটকও করেছে বিদ্রোহীরা৷
অন্যদিকে দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে আসাদের সেনারা৷ এছাড়া ইরবিন এলাকাতে বিমান হামলাও চালানো হয়৷ রাজধানীর উপকণ্ঠে কাদাম নামে জায়গাতে সেনা আর বিদ্রোহীদের মধ্যেও যুদ্ধের খবর পাওয়া গেছে৷
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার লেবাননের কর্তৃপক্ষের হাতে তিনজনের লাশ এসে পৌঁছেছে৷ গত সপ্তাহে সিরিয়াতে যে ১৪ জন লেবাননি এবং ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের মধ্যে ছিলো এই তিনজন৷ মনে হচ্ছে, নিহতরা সিরিয়ার বিদ্রোহীদের পক্ষে যোগ দিয়েছিলো৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে লেবাননের ত্রিপোলিতেও প্রেসিডেন্ট আসাদের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে৷
আরআই/এএইচ (এএফপি, ডিপিএ, রয়টার্স)