আসাম হত্যাকাণ্ড: কিছু হতাশা, কিছু প্রশ্ন
২৪ ডিসেম্বর ২০১৪কিশোর বার্থওয়াল টুইটারে লিখেছেন, ‘‘এটা আমাদের মিডিয়ার ভণ্ডামি৷''
গণমাধ্যমে আসামের হামলাকারীদের ‘সন্ত্রাসী' না বলায়, আসল সন্ত্রাসী কারা তা জানতে চেয়েছেন পিএ রেহমান৷
একইরকম প্রতিক্রিয়া জানিয়ে পায়ামি লিখেছেন, ‘‘সন্ত্রাসী শব্দটি শুধুমাত্র কাশ্মিরীদের জন্য সংরক্ষিত৷''
এই ঘটনায় ভারতীয়দের প্রতিক্রিয়া নিয়ে মন্তব্য করেছেন এমপি সোনোওয়াল৷ তিনি লিখেছেন, ‘‘পেশাওয়ারে হামলার ঘটনাটি ভারতীয়দের জন্য একটি বিষয়, আসাম হত্যাকাণ্ড নয়!''
একইরকম মনোভাব প্রকাশ পেয়েছে ডিপি ভট্টাচার্যের টুইটেও৷
শাফকাত আমানত আলী আসামের হামলাকে মানবতার বিরুদ্ধে হামলা বলে মনে করেন৷ ‘‘নিরীহ মানুষদের এভাবে হত্যা করা দেখে আমরা কীভাবে ঠিক আছি,'' প্রশ্ন তাঁর৷
শেখর রাভজিয়ানির প্রশ্ন, গণহত্যা কি আমাদের জীবনের অংশ হয়ে যাচ্ছে?
বিনোদ মেহতা লিখেছেন, ভারতের কেন্দ্রীয় সরকার কি শুধু নিন্দা প্রকাশ করবে, নাকি এগুলো ঠেকাতে কোনো উদ্যোগও নেবে৷
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ