আসামে ভূমিকম্প, বাংলাদেশেও কাঁপুনি
২৮ এপ্রিল ২০২১রিখটার স্কেলে এই ভূমিকম্পের পরিমাপ ছিল ছয় দশমিক চার৷ প্রথমবার কেঁপে ওঠার পর দুইটি আফটারশক আসে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, মারা যাওয়ার কোনো খবর নেই, তবে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷
ভূমিকম্পের কেন্দ্র ছিল গুয়াহাটি থেকে ১৪০ কিলোমিটার দূরে ঢেকাইজুলি শহর। মুখ্যমন্ত্রী সর্বানবন্দ সোনোয়াল বলেছেন, ‘‘আসামে বড় আকারের ভূমিকম্প হয়েছে। আমি প্রার্থনা করছি, সকলে যাতে নিরাপদে থাকেন। আমি সব জেলা থেকে খবর নিচ্ছি৷’’
তবে বেশ কিছু বাড়িতে চিড় ধরেছে৷ কিছু দেওয়াল ভেঙেছে৷ এরকম কিছু ছবি আসামের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইটে শেয়ারও করেছেন৷ সামাজিক মাধ্যমে দেয়া ছবিতে দেখা যাচ্ছে, বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চিড়ও ধরেছে। শোনিতপুর সহ কয়েকটি শহরে রাস্তায় ফাটল দেখা দিয়েছে৷
উত্তরবঙ্গ তো বটেই, কলকাতাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে৷ তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি৷ উত্তর পূর্বের অন্য রাজ্যও কেঁপেছে৷
বাংলাদেশেও কাঁপুনি
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানান, ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ঢাকায় তিন, সিলেটে চার ও উত্তরবঙ্গের রাজশাহী, দিনাজপুরসহ সংশ্লিষ্ট এলাকায় পাঁচ মাত্রায় অনুভূত হয়েছে৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত আর্থ অবজারভেটরি সেন্টার থেকে ৪০৬ কিলোমিটার উত্তরে এর উৎপত্তিস্থল রেকর্ড করা হয়৷
জিএইচ/এসজি (পিটিআই, রয়টার্স, বিডিনিউজ)
২০১৫ সালের ছবিঘরটি দেখুন...