ফোনে আড়ি পাতা
২৫ অক্টোবর ২০১৩ইইউ প্রেসিডেন্ট হ্যারমান ফান রম্পয় জানিয়েছেন, গোয়েন্দাদের কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয় – এই বিষয়ে একটি সিদ্ধান্তে আসার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্স এবং জার্মানি দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব রেখেছে৷ ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনের প্রথম দিনে তিনি এ কথা জানান৷ জার্মানির ‘ডেয়ার স্পিগেল' ম্যাগাজিনের ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ম্যার্কেলের মোবাইলে আড়ি পাতার খবর প্রকাশের পর থেকে বিষয়টি নিয়ে জার্মানি ক্ষুব্ধ৷
এর আগে ফ্রান্সের ‘ল্য মঁদ' সংবাদপত্রে আসে আরেকটি খবর৷ পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ফ্রান্সের সাত কোটি অভ্যন্তরীণ ফোন কলে আড়ি পেতেছে৷ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ-র গোয়েন্দাদের এমন তৎপরতার খবরে দু দেশই দ্রুত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়৷ ইইউ শীর্ষ সম্মেলনে বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ সাংবাদিকদের জানান, আড়ি পাতার বিষয়টি সুরাহার জন্য ইতিমধ্যে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে৷ ইউরোপীয় পর্যায়ের এই বিশেষজ্ঞ দলটি ‘আমাদের অ্যামেরিকান মিত্রদের সঙ্গে কাজকে গতিশীল করবে' বলেও জানিয়েছেন তিনি৷
এদিকে অন্য এক সংবাদ সম্মেলনে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, ‘বন্ধুদের মধ্যে গোয়েন্দাগিরি সম্পূর্ণ অগ্রহণযোগ্য৷ অংশীদারদের মধ্যে পারস্পরিক আস্থা থাকা জরুরি৷ এমন আস্থা ফিরিয়ে আনতে হবে৷' তিনি আরো বলেন, ‘আমরা একসঙ্গে কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করছি৷ কিন্তু এমন সম্পর্ক শুধু আস্থার ওপরই তৈরি হতে পারে৷ আমি আবারও বলছি, বন্ধুদের মধ্যে কারো বিরুদ্ধে গোয়েন্দাগিরিই কখনো মেনে নেয়া যায়না৷' তবে ম্যার্কেল জানিয়েছেন, আড়িপাতা বিষয়টি নিয়ে পরিস্থিতি যেমনই হোক, তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইইউ-র মুক্ত বাণিজ্য বিষয়ক আলোচনা হওয়া উচিত৷ ইইউ শীর্ষ সম্মেলনের আগে ম্যার্কেল আড়ি পাতার বিষয়ে তাঁর অসন্তোষের কথা বারাক ওবামাকেও জানিয়েছেন৷ বুধবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এ বিষয়ে টেলিফোনে সরাসরিই কথা বলেছেন তিনি৷
এসিবি/এসবি (এএফপি, রয়টার্স, এপি, ডিপিএ)