ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার পথে চার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
৩১ অক্টোবর ২০২৪গতকাল সকালে ফ্রান্সের আঞ্চলিক অপারেশনাল সেন্টার ফর সার্ভিলেন্স অ্যান্ড রেসকিউ (ক্রস) হার্দেলো ও একুইহে-প্লাজের মধ্যবর্তী এলাকায় অভিবাসীদের একটি নৌকা দুর্দশাগ্রস্ত হওয়ার খবর পেয়ে তাদের উদ্ধারে একটি উদ্ধারকারী জাহাজ ও একটি ফরাসি নৌবাহিনীর হেলিকপ্টার প্রেরণ করে।
উদ্ধারকারীদল প্রায় ১৫ জনকে হেলিকপ্টারে করে নিরাপদে স্থানে নিয়ে যাওয়ার পর একজন সেখানে মারা যান। একই দিন বিকেলে নিকটবর্তী সমুদ্র সৈকতে আরও তিনজনের মৃতদেহ পাওয়া গেছে বলে স্থানীয় গণমাধ্যম ফ্রান্সইনফো ও লা ভোয়া দ্যু নর্দ জানিয়েছে।
স্থানীয় এক প্রসিকিউটরকে উদ্ধৃত করে ফ্রান্সইনফো ও লা ভোয়া দ্যু নর্দ আরো জানিয়েছে, পূর্বের ঘটনাটির সঙ্গে যোগসূত্র আছে কিনা তা দেখার জন্য তদন্ত শুরু হয়েছে। বুলোঁ-স্যুখ -মেখ-এর পাবলিক প্রসিকিউটরের কার্যালয় তাৎক্ষণিক মন্তব্যের জন্য বার্তাসংস্থা রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি।
এটি বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক নৌপথ। প্রবল স্রোত থাকা সত্ত্বেও অনুপযুক্ত ও অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকায় করে চ্যানেল অতিক্রম করার প্রচেষ্টায় এ বছর কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন।
এসএইচ/এসিবি (রয়টার্স)