ইংলিশ প্রিমিয়ার লিগে এবার সৌদি-কাতার দ্বন্দ্ব
২৩ এপ্রিল ২০২০প্রিমিয়ার লিগ সম্প্রচারের সত্ত্ব পাওয়া একটি প্রচারমাধ্যম হচ্ছে বিইন স্পোর্টস৷ এর প্রধান নির্বাহী ইউসেফ আল-ওবায়েদলির অভিযোগ, বিআউটকিউ নামে সৌদি আরবের একটি চ্যানেল বিইন-এর সম্প্রচার চুরি করে সে দেশে প্রিমিয়ার লিগের খেলা প্রচার করছে৷ খেলা সম্প্রচারের সময় বিইন-এর লোগোর উপর বিআউটকিউ-এর লোগো বসিয়ে দেয়া হয়৷
গত সেপ্টেম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগসহ ফুটবলের আরো কয়েকটি সংস্থা এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে, সম্প্রচার সত্ত্ব চুরির পেছনে সৌদি সমর্থিত আরবস্যাটের সংশ্লিষ্টতা আছে৷
জঙ্গিদের মদদ দেয়ার অভিযোগে ২০১৭ সালে কাতারের বিরুদ্ধে একজোট হয় সৌদি আরব, আরব আমিরাত ও বাহরাইন৷ এর অংশ হিসেবে বিইন স্পোর্টসের মাধ্যমে সৌদি আরবে প্রিমিয়ার লিগের খেলা দেখানো বন্ধ করে দেয়া হয়৷ এরপরই বিআউটকিউ-এর জন্ম হয়৷
নিউক্যাসেল ইউনাইটেড কেনার প্রস্তাব অনুমোদন করলে তা বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করে দেন বিইন-এর প্রধান নির্বাহী ইউসেফ আল-ওবায়েদলি৷
অ্যামনেস্টি ইন্টারন্য়াশনালও সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড উল্লেখ করে তাদের প্রস্তাবে সাড়া না দিতে প্রিমিয়ার লিগের প্রতি অনুরোধ জানিয়েছে৷ অ্যামনেস্টির যুক্তরাজ্য প্রধান কেট অ্যালেন এ বিষয়ে প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্সের কাছে একটি চিঠি লিখেছেন৷ নিউক্যাসেল কেনার অনুমোদন দিয়ে প্রিমিয়ার লিগ প্রতারিত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে বলে চিঠিতে লিখেছেন কেট অ্য়ালেন৷ তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এবং প্রিমিয়ার লিগসহ বিশ্ব ফুটবলের মূল্যবোধের সঙ্গে একমত না হওয়া সংশ্লিষ্টরা প্রিমিয়ার লিগের গ্ল্য়ামার ও মর্যাদা ব্য়বহার করে তাদের অপকর্ম ঢাকতে চাইছে৷
জেডএইচ/এসিবি (এপি)