1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ-এর সঙ্গে সমঝোতা জাতিসংঘে নথিবদ্ধ করল ব্রিটেন

২৫ ফেব্রুয়ারি ২০১৬

এর পটভূমিতে রয়েছে ব্রিটিশ আইনমন্ত্রী মাইকেল গোভ-এর আশঙ্কা যে, ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস ঐ চুক্তি বাতিল করতে পারে, যা রুখতে দলিলটি জাতিসংঘে রেজিস্ট্রি করে তাকে ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরিবর্তনীয়' করা হয়েছে৷

https://p.dw.com/p/1I1az
Belgien EU Kommission Flaggen Großbritannien und Europa
ছবি: Reuters/Y. Herman

ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের ‘স্পেশাল স্ট্যাটাস' নিয়ে সমঝোতায় আসা সম্ভব হয় গত ১৯শে ফেব্রুয়ারি৷ এই ‘ডিল'-এর শর্তাবলী কার্যকরি হবে ২৩শে জুন, যদি ব্রিটেনের জনগণ ব্রেক্সিটের বিরুদ্ধে সিদ্ধান্ত নেন - যা ঘটবে বলেই বিশ্লেষকদের ধারণা৷ তবে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ দলের হেভিওয়েট, লন্ডনের মেয়র বরিস জনসন যোগদান করার পরে ‘‘লিভ'' (‘ইইউ ছাড়ো') পক্ষের পাল্লা আরো কিছুটা ভারি হয়েছে৷

ব্রিটিশ মিডিয়া এখন ব্রেক্সিটের ভালোমন্দ নিয়ে হিসেবনিকেশে ব্যস্ত, সেই সঙ্গে খানিকটা লোকশিক্ষা৷ যেমন ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকা একটি সংক্ষিপ্ত ভিডিও-য় বোঝানোর চেষ্টা করেছে, যুক্তরাজ্য ইইউ ছাড়লে কি ঘটতে পারে৷

ক্যামেরন মন্ত্রিসভায় নীতি সংক্রান্ত বোদ্ধা বলে পরিচিত গোভ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু ও রাজনৈতিক মিত্র৷ লন্ডনের মেয়র জনসন-এর মতো জনপ্রিয় না হলেও, তাঁর মন্তব্যের একটা গুরুত্ব আছে বৈকি৷ গোভ বলেছেন, ইউরোপীয় আদালত ইইউ-এর সঙ্গে চুক্তির দ্বারা আবদ্ধ নয়৷ তার আগে ইউরোপীয় ইউনিয়ন সংক্রান্ত চুক্তিগুলি বদলাতে হবে এবং সেটা কবে ঘটবে, তার কোনো ঠিক নেই৷

সঙ্গে সঙ্গে ডাউনিং স্ট্রিট, ব্রিটেনের অ্যাটর্নি জেনারেল জেরেমি রাইট ও ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক গোভ-এর মন্তব্যের বিপক্ষে বক্তব্য রেখেছেন৷ টুস্ক আরো বলেছেন যে, ব্রিটেন যদি ইইউ ছাড়ে, তাহলে সে ঘটনা ‘‘ইউরোপকে চিরকালের মতো বদলে দেবে৷ এবং সেই পরিবর্তন নেতিবাচক হবে৷'' অপরদিকে ইউরোপীয় ইউনিয়ন যে যৌথভাবে উদ্বাস্তু সংকটের মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে, তা ব্রিটিশ নাগরিকদের ব্রেক্সিটের সপক্ষে ভোট দিতে উৎসাহিত করবে, বলে টুস্ক মনে করেন৷

ব্রেক্সিট সম্পর্কে শুধু ব্রিটেন কিংবা ব্রাসেলসেই নয়, নানা দেশের নানা পণ্ডিত মাথা ঘামাচ্ছেন৷ প্রায় সকলেই দেখছেন নিজেদের সুবিধা-অসুবিধা - পরোক্ষভাবে ব্রিটেনের জনমতের উপর প্রভাব ফেলার চেষ্টা করছেন৷ ওলন্দাজ কার্টুনিস্টের চোখে ইইউ-এর সুবিশাল জাহাজ থেকে লাইফবোট হিসেবে পুরনো আমলের একটি পালতোলা জাহাজ নামিয়ে দেওয়া হচ্ছে; তা থেকে উড়ছে ইউনিয়ন জ্যাক আর কে যেন বলছে,‘‘উই উইল রুল দ্য ওয়েভস'' - ‘ব্রিটানিয়া রুল দ্য ওয়েভস'-কে ঠাট্টা করে৷

তবে ব্রিটেনের ইইউ ছাড়ার আশঙ্কা যে পুরোপুরি অমূলক নয়, তার প্রমাণ, খোদ বিবিসি ব্রিটেন অতলান্তিক মহাসাগরের সিঙ্গাপুর হয়ে উঠতে পারে কিনা, তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু করেছে৷

এমনকি ভারতের শিল্পপতিরা ব্রেক্সিটের বিরুদ্ধে মতপ্রকাশ করেছেন...

এসি/জেডএইচ (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান