1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ জলবায়ু পরিবর্তনের ক্ষতি ঠেকাতে ন্যায্য হিস্যা দিতে রাজি, তবে..

৩১ অক্টোবর ২০০৯

ইউরোপীয় ইউনিয়নের নেতারা শুক্রবার ব্রাসেলসে এক যৌথ ঘোষণায় বলেছেন, জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামাল দেয়ার জন্য ২০২০ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর জন্য ফি বছর ১০০ বিলিয়ন ইউরো প্রয়োজন৷

https://p.dw.com/p/KJf6
ইউরোপীয় ইউনিয়নের ব্রাসেলস বৈঠকের নেতারাছবি: AP

দুই দিনের ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনে নেতারা স্পষ্ট করে জানাননি তাঁরা এই অর্থের কতটুকু অংশ বরাদ্দ করবেন৷ যেমনটা বললেন ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সভাপতি দেশ সুইডেনের প্রধানমন্ত্রী ফেড্রিক রেইনফেল্ট যে, আমাদের অবশ্যই এই বিষয়ে একটি চুক্তিতে উপনীত হতে হবে৷ আগামী সাতই ডিসেম্বর থেকে কোপেনহেগেনে শুরু হওয়া আন্তর্জাতিক জলবায়ু সন্মেলনে আলোচনার জন্য এখন ইউরোপীয় ইউনিয়নের একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে৷

২০৫০ সাল নাগাদ গ্রিন হাউজ গ্যাসের নির্গমন ৮০ থেকে ৯৫ শতাংশ কমানোর আহ্বানের বিষয়ে ইউরোপীয় নেতারা খুব বেশীদূর এগুয়নি এই সম্মেলনে৷ তবে ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ক্ষেত্রে বিশ্ব চেষ্টার অংশ হিসাবে ইইউ তার ন্যায্য দায়িত্বই পালন করবে৷ যদিও এর আগেই ঘোষণা এসেছে, ২০২০ সাল নাগাদ গ্রিন হাউজ গ্যাস নি:সরণের মাত্রা শতকরা ২০ ভাগ কমাবে বিশ্বের বড় অর্থনীতির এই দেশগুলো৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি অনুসারে অন্য দেশগুলো কি করছে তার সঙ্গে আমাদের আর্থিক সংশ্লিষ্টতায় যোগসূত্র স্থাপন করতে যাচ্ছি৷

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেন, ইউরোপীয় ইউনিয়ন এবং তার সদস্যদেশগুলো জলবায়ু পরিবর্তনের ক্ষতি ঠেকাতে ন্যায্য হিস্যা দিতে রাজি আছে৷ তবে তিনি বলেন, অবশ্যই এর সঙ্গে অন্য দেশগুলো কি করছে সে বিষয়টিও আমাদের দেখতে হবে৷

তবে লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট ডালিয়া গ্রেবাউসকাতি বলেন, এখন ইউরোপের কাছে বিশেষজ্ঞরা একটি সুস্পষ্ট ফর্মুলার সন্ধান চাইবেন, কি হবে ইউরোপের অবস্থান, সে বিষয়ে৷ ইউরোপের নেতাদের কাছ থেকে প্রস্তাব এসেছে দূষণের মাত্রার সঙ্গে সহায়তার হিস্যা ঠিক করার আর লিথুয়ানিয়া, পোল্যান্ডসহ পূর্ব ইউরোপের সাতটি দেশ এই প্রস্তাবের বিরোধিতা করছে৷

তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারা অভিন্ন অবস্থান বিষয়ে ঐকমত্যের সমালোচনা করে আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিন পিসের কর্মকর্তারা বলেছেন, ইউরোপীয় নেতাদের উচিত কোথায় কোথায় অর্থ দেয়া হবে, কত দেয়া হবে তা স্পষ্ট করা৷

প্রতিবেদন:সাগর সরওয়ার, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই