ইউরোপকে বিশ্বব্যাপী ''গ্রিন-পলিটিক্স'' এর শক্ত ঘাঁটি হিসাবে দেখা হয়৷ ইউরোপের চারটি দেশে ক্ষমতায়ও রয়েছে গ্রিন পার্টি৷ ইউরোপীয় সংসদে ইইউ এর গুরুত্বপূর্ণ আইনগুলো প্রায়ই গ্রিন পার্টির সমর্থনের উপর নির্ভর করে৷ কিন্তু জরিপ বলছে কমতে শুরু করেছে গ্রিনদের সমর্থন৷