শরণার্থী সংকটের সমাধান
১০ সেপ্টেম্বর ২০১৫ইয়ুংকার তাঁর প্রস্তাবে ইটালি, গ্রিস ও হাঙ্গেরিতে থাকা প্রায় এক লক্ষ ৬০ হাজার শরণার্থীকে ইইউর বিভিন্ন দেশে সরিয়ে নিতে একমত হতে ইইউর সদস্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন৷
ইয়ুংকার তথা ইউরোপীয় কমিশনের এই প্রস্তাব সহজে বোঝা যায় রয়টার্সের এই ‘গ্রাফিক্স' থেকে৷
জার্মানির ডেয়ার স্পিগেল পত্রিকাও এ বিষয়ে একটি গ্রাফিক্স তৈরি করেছে৷ চার্লস হাওলে সেটি টুইটারে শেয়ার করেছেন৷ ঐ টুইটের নীচে একজন মন্তব্য করেছেন, ‘‘ইইউ-র প্রস্তাব সমস্যার সমাধান করবেনা৷ নিউমোনিয়ার চিকিৎসা করতে শুধু জ্বর একটুখানি কমালেই চলে না৷''
আরেক টুইটার ব্যবহারকারী মনে করেন, ইয়ুংকারের কোটা প্রস্তাব কিছুই নয়৷ শুধু হাঙ্গেরি সীমান্ত দিয়েই ১ লক্ষ ৬০ হাজার শরণার্থী পার হয়েছে৷
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও মনে করে, ইউরোপীয় কমিশনের প্রস্তাব শরণার্থী সংকটের সমাধান করবে না৷
ইউরোপের বিভিন্ন দেশের বামপন্থি ১৩টি পত্রিকা এক চিঠিতে শরণার্থী সংকট সমাধানে ‘কার্যকর পদক্ষেপ' নিতে সরকারগুলির প্রতি আহ্বান জানিয়েছে৷
ইউনিসেফ জানিয়েছে ইউরোপে যত শরণার্থী আসছে তার প্রতি চারজনের একজন শিশু৷
হিন্দুস্তান টাইমস শরণার্থী সংকটে জার্মানির ভূমিকার প্রশংসা করেছে৷
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ