1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থী সংকটের সমাধান

১০ সেপ্টেম্বর ২০১৫

শরণার্থী সংকট নিয়ে বুধবার ইউরোপীয় সংসদে একটি প্রস্তাব পেশ করেন ইউরোপীয় কমিশনের প্রধান জঁ-ক্লোদ ইয়ুংকার৷ তাঁর এই প্রস্তাব শরণার্থী সংকটের সমাধান করবে না বলে মনে করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷

https://p.dw.com/p/1GU5R
EU Juncker PK nach der Rede im Europaparlament
ছবি: DW/B. Riegert

ইয়ুংকার তাঁর প্রস্তাবে ইটালি, গ্রিস ও হাঙ্গেরিতে থাকা প্রায় এক লক্ষ ৬০ হাজার শরণার্থীকে ইইউর বিভিন্ন দেশে সরিয়ে নিতে একমত হতে ইইউর সদস্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন৷

ইয়ুংকার তথা ইউরোপীয় কমিশনের এই প্রস্তাব সহজে বোঝা যায় রয়টার্সের এই ‘গ্রাফিক্স' থেকে৷

জার্মানির ডেয়ার স্পিগেল পত্রিকাও এ বিষয়ে একটি গ্রাফিক্স তৈরি করেছে৷ চার্লস হাওলে সেটি টুইটারে শেয়ার করেছেন৷ ঐ টুইটের নীচে একজন মন্তব্য করেছেন, ‘‘ইইউ-র প্রস্তাব সমস্যার সমাধান করবেনা৷ নিউমোনিয়ার চিকিৎসা করতে শুধু জ্বর একটুখানি কমালেই চলে না৷''

আরেক টুইটার ব্যবহারকারী মনে করেন, ইয়ুংকারের কোটা প্রস্তাব কিছুই নয়৷ শুধু হাঙ্গেরি সীমান্ত দিয়েই ১ লক্ষ ৬০ হাজার শরণার্থী পার হয়েছে৷

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও মনে করে, ইউরোপীয় কমিশনের প্রস্তাব শরণার্থী সংকটের সমাধান করবে না৷

ইউরোপের বিভিন্ন দেশের বামপন্থি ১৩টি পত্রিকা এক চিঠিতে শরণার্থী সংকট সমাধানে ‘কার্যকর পদক্ষেপ' নিতে সরকারগুলির প্রতি আহ্বান জানিয়েছে৷

ইউনিসেফ জানিয়েছে ইউরোপে যত শরণার্থী আসছে তার প্রতি চারজনের একজন শিশু৷

হিন্দুস্তান টাইমস শরণার্থী সংকটে জার্মানির ভূমিকার প্রশংসা করেছে৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য