1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ সদস্য হওয়ার চেষ্টা বাদ দেয়ার ইঙ্গিত এর্দোয়ানের

১৭ সেপ্টেম্বর ২০২৩

তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার চেষ্টা থেকে সরে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এর্দোয়ান৷ ইইউ তার দেশ থেকে দূরে সরে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি৷

https://p.dw.com/p/4WRZO
Türkei | PK Präsident Recep Tayyip Erdogan am Atatürk Flughafen in Istanbul
নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দেয়ার জন্য দেশ ছাড়ার আগে শনিবার বক্তব্য রাখছেন এর্দোয়ান৷ ছবি: Isa Terli/AA/picture alliance

ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার প্রচেষ্টা থেকে তুরস্ককে সরে যাবে এমন আভাস দিলেন এর্দোয়ান৷ নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দেয়ার জন্য দেশ ছাড়ার আগে শনিবার এ বিষয়ে সাংবাদিকদের কাছে অভিমত জানান৷ এজন্য ইইউকে দায়ী করে তিনি বলেন, ‘‘ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা করছে৷’’

তুরস্ককে নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের সাম্প্রতিক মূল্যায়ন বিষয়ে এর্দোয়ানের কাছে জানতে চান সাংবাদিকেরা৷ জবাবে তিনি বলেন, ‘‘অগ্রগতির ব্যাপারে আমরা নিজেরাই মূল্যায়ন তৈরি করব এবং দরকার হলে ইউরোপীয় ইউনিয়নের কাছে থেকে আলাদা থাকব৷’’

এর্দোয়ান এমন কথা বললেও সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন যোগ দিতে তার দেশের সংকল্পের কথা জানান৷ তুরস্কের আবেদনের অগ্রগতির জন্য তিনি ইইউকে সাহসী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান৷

এরপর চলতি সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্টে তুরস্কের বিষয়ে একটি প্রতিবেদন গৃহীত হয়৷ তাতে বলা হয়েছে ইইউ-এর সদস্য হতে আঙ্কারার আবেদন বর্তমান পরিস্থিতি সচল করা সম্ভব নয়৷ এই প্রতিবেদনের কড়া সমালোচনা করে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়৷ প্রতিবেদনটি ভুল ও ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে তৈরি করা বলে প্রতিক্রিয়া জানায় তারা৷ 

উল্লেখ্য ইইউতে অন্তর্ভুক্তি ব্যাপারে জোটের সাথে ২০০৫ সালে তুরস্কের আলোচনা শুরু হয়৷ 

এফএস/আরআর (ডিপিএ, রয়টর্স)