‘‘ইউক্রেন নিয়ে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্তের মুখে ইইউ’’
১২ জুন ২০২২ইউক্রেনের রাজধানীকিয়েভে গিয়েছিলেন ইউরোপীয় কমিশনের প্রধান৷ শনিবার ফন ডেয়ার লাইয়েন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন৷ কিয়েভ থেকে ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ২৩ এবং ২৪ জুনের শীর্ষ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলিকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত'-এর মুখোমুখি হতে হবে৷ ইউক্রেনকে ইইউ-র সদস্যপদ দেয়া হবে কি না তা নিয়ে জোটের সিদ্ধান্ত তখন জানা যাবে৷
‘‘আমি আশা করি ২০ বছর পর, যখন আমরা পিছনে ফিরে তাকাব, তখন বলতে পারব যে আমরা ঠিক সিদ্ধান্তটি নিয়েছিলাম,'' যোগ করেন ফন ডেয়ার লাইয়েন৷
ইউক্রেনে রুশ হামলার শুরুর পর এটা উরসুলার দ্বিতীয় কিয়েভ সফর৷ পরিস্থিতি খতিয়ে দেখতে এবং জেলেনস্কির সঙ্গে বৈঠকের কারণে কিয়েভে গিয়েছিলেন তিনি৷ সাংবাদিকদের তিনি জানান, ইইউ-র শীর্ষ সম্মেলনের পর জুনের শেষে এই চ্যালেঞ্জ রয়েছে তাদের জন্য৷ একটি ঐক্যবদ্ধ অবস্থানের সঙ্গে এই সিদ্ধান্ত নিতে হবে৷ তবে বিশেষজ্ঞদের মত, ইইউ-র সদস্য দেশগুলি ইউক্রেনের আবেদনে সম্মতি জানালেও ইউক্রেনকে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে৷
জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেনের সদস্যপদ ও আবেদন নিয়ে আলোচনা করেছেন ইউরোপীয় কমিশনের প্রধান৷ ইউক্রেনের সদস্যপদ প্রাপ্তির প্রক্রিয়া শুরুর বিষয়ে ইইউর সদস্যদের ইতিবাচক মনোভাব ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ৷
ইউরোপীয় কমিশনের প্রধান আগামী সপ্তাহের মধ্যে রুশ হামলার মুখে পড়া দেশটির ইইউ সদস্যপদের আবেদনের ব্যাপারে তার মতামত প্রকাশ করতে চান৷ গত কয়েক বছরে ইউক্রেন অনেক কিছু অর্জন করেছে বলে মনে করেন তিনি৷ আবার অনেক কিছু বাকিও রয়ে গিয়েছে৷
উরসুলার কথায়, ‘‘আমাদের সুপারিশে এসবের সতর্কভাবে প্রতিফলন ঘটবে৷''
আরকেসি/এআই (ডিপিএ)