1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

ইউক্রেন যুদ্ধে ব্যর্থতা সত্ত্বেও পুটিন অবিচল

২০ ডিসেম্বর ২০২২

সোমবার বেলারুশ সফরে গিয়ে ইউক্রেন যুদ্ধে সে দেশের সক্রিয় অংশগ্রহণের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুটিন৷ এদিকে মলদোভা নতুন বছরে রাশিয়ার হামলার আশঙ্কা করছে৷

https://p.dw.com/p/4LD2u
সোমবার রাশিয়ার নিরাপত্তা বাহিনী দিবস উপলক্ষ্যে পুটিন গোয়েন্দা সংস্থা এফএসবি-র উদ্দেশ্যে বিদেশ থেকে নতুন হুমকি ও দেশের মধ্যে বিশ্বাসঘাতকদের মোকাবিলা করতে রাশিয়ার সমাজের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন৷
সম্প্রতি বেলারুশ সফর করেছেন পুটিন (বামে)ছবি: Konstantin Zavrazhin/Pool Sputnik Kremlin via AP/dpa/picture alliance

আলোচনা বা কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ অবসানের কোনো ইঙ্গিত দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ বরং অধিকৃত অঞ্চলের উপর নিয়ন্ত্রণ আরও জোরালো করার লক্ষ্যে পদক্ষেপের ডাক দিলেন তিনি৷ সেপ্টেম্বর মাসে ইউক্রেনের ডনিয়েৎস্ক, লুহানস্কসহ চারটি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার ভূখণ্ডে অন্তর্গত করলেও সেখানকার পরিস্থিতি বেশ কঠিন বলে পুটিন দুশ্চিন্তা প্রকাশ করেন৷ অর্থাৎ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান' যে ভালোভাবে চলছে না, প্রকারান্তরে তা স্বীকার করে নিলেন তিনি৷ চলতি মাসের শুরুতেই পুটিন বলেছিলেন, যে যুদ্ধ দীর্ঘ প্রক্রিয়া হতে পারে৷

সোমবার রাশিয়ার নিরাপত্তা বাহিনী দিবস উপলক্ষ্যে পুটিন গোয়েন্দা সংস্থা এফএসবি-র উদ্দেশ্যে বিদেশ থেকে নতুন হুমকি ও দেশের মধ্যে বিশ্বাসঘাতকদের মোকাবিলা করতে রাশিয়ার সমাজের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন৷ তবে এ দিন বেলারুশ সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট কিন্তু প্রকাশ্যে ইউক্রেনের তেমন উল্লেখই করেন নি৷ বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেংকোর সঙ্গে আলোচনার পর দুই নেতা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতার সুবিধা তুলে ধরেন৷ এর আগে মস্কোর পক্ষ থেকে ইউক্রেন যুদ্ধে বেলারুশের সক্রিয় অংশগ্রহণ সংক্রান্ত ‘গুজব' সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করা হয়৷ পুটিন বলেন, ‘‘রাশিয়ার কাউকেই শুষে নেবার আগ্রহ নেই৷ এমন পদক্ষেপের কোনো অর্থ হয় না৷''

ইউক্রেন যুদ্ধে পুটিন এমন অবাস্তব দাবি করলেও রাশিয়া বরং যুদ্ধ আরও ছড়িয়ে দিতে চাইছে বলে সন্দেহ বাড়ছে৷ মলদোভার গোয়েন্দা সংস্থা সোমবার জানিয়েছে, যে রাশিয়া সম্ভবত নতুন বছরে ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলের উপর হামলার তোড়জোড় করছে৷ ইউক্রেনের দক্ষিণে অধিকৃত এলাকা থেকে এমন হামলা চালিয়ে স্থলপথে মলদোভার সেই অঞ্চল পর্যন্ত ‘ল্যান্ড করিডোর' গড়ে তোলার উদ্যোগ চলছে বলে গোয়েন্দা সংস্থা সন্দেহ করছে৷

এ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি সোমবার রাতে তার ভিডিও বার্তায় বলেছেন, যে তিনি দ্রুত যুদ্ধ অবসানের লক্ষ্যে পশ্চিমা বিশ্বের কাছ থেকে আরও অস্ত্রের অনুরোধ করেন৷ সেইসঙ্গে গোলাবারুদ ও ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর আরও পদক্ষেপও দেখতে চান তিনি৷ সোমবার কিয়েভের উপর রাশিয়া ২৮টি ড্রোন হামলা চালিয়েছে বলে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে৷ এর মধ্যে ২৩টি ধ্বংস করা সম্ভব হয়েছে৷

ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত ও সংলগ্ন এলাকায় রাশিয়া জোরালো হামলা চালিয়ে যাচ্ছে বলে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে৷ অন্যদিকে ইউক্রেনের বিমানবাহিনী রাশিয়ার সৈন্য ও সামরিক সরঞ্জামের উপর পালটা হামলা চালিয়ে যাচ্ছে৷ এমনকি সেই হামলায় দুটি হেলিকপ্টরও ধ্বংস হয়েছে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)