1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনকে চিতা ট্যাংক সরবরাহ করবে জার্মানি

২৭ এপ্রিল ২০২২

প্রবল চাপের মুখে জার্মানি অবশেষে ইউক্রেনকে এই প্রথম ভারি অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে৷ তবে গেপার্ড ছাড়াও অন্যান্য অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়৷

https://p.dw.com/p/4AU5i
Leopard 2A7V MBT
ছবি: picture-alliance/Ralph Zwilling - Tank-Masters.de

যাবতীয় জল্পনাকল্পনার অবসান করে জার্মানি অবশেষে ইউক্রেনকে ভারি অস্ত্র সরবরাহের ঘোষণা করেছে৷ রামস্টাইন বিমান ঘাঁটিতে পশ্চিমা দেশের প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকে  জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট বলেন, রাশিয়ার হামলা মোকাবিলা করতে ইউক্রেনকে ৫০টি গেপার্ড বা চিতা ট্যাংক সরবরাহ করা হবে৷ জার্মানির কেএমডাব্লিউ কোম্পানির এই ট্যাংকে বিমান বিধ্বংসী বন্দুকও রয়েছে৷ লামব্রেশট বলেন, সরকারের ঘোষিত নীতি অনুযায়ী ইউক্রেন সরাসরি জার্মান বেসরকারী কোম্পানি থেকে অস্ত্র ও সরঞ্জাম কিনবে এবং জার্মানি তার দাম মেটাবে৷

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জার্মানির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এই চিতা প্রণালী ইউক্রেনের সামরিক বাহিনীর ক্ষমতা মজবুত করবে৷ উল্লেখ্য, গেপার্ড ট্যাংক সরবরাহের অনুমতি দিলেও জার্মানির রাইনমেটাল কোম্পানির ১০০টি পুরানো মার্ডার ট্যাংক ও ৮৮টি পুরানো লেপার্ড ওয়ানএফাইভ ট্যাংকের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয় নি শলৎসের সরকার৷

ইউক্রেনকে ভারি অস্ত্র সরবরাহের প্রশ্নে গত কয়েক সপ্তাহ ধরে প্রবল চাপের মুখে পড়েছে চ্যান্সেলর ওলাফ শলৎসের সরকার৷ ইউক্রেন ও ইউরোপীয় সহযোগী তো বটেই, জার্মানির বিভিন্ন রাজনৈতিক নেতা, এমনকি সরকারি জোটের মধ্যেও শলৎসের এমন দ্বিধা-দ্বন্দ্বের প্রবল সমালোচনা শোনা যাচ্ছিল৷ গেপার্ড ট্যাংকের কার্যকরিতা নিয়ে কিছু বিতর্ক থাকলেও যুদ্ধক্ষেত্রে ভারি অস্ত্র পাঠানোর বিষয়ে জার্মানির নীতি পরিবর্তন অবশ্যই বিশেষ নজর কাড়ছে৷ পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী শিমন শিনকফস্কি সেই পরিবর্তনকে স্বাগত জানালেও এই পদক্ষেপ যথেষ্ট নয় বলে জার্মান সরকারের সমালোচনা করেছেন৷

চ্যান্সেলর শলৎস অবশ্য তার অবস্থানে এখনো অটল রয়েছেন৷ তার মতে, খোদ জার্মান সেনাবাহিনীর এতকালের দুর্বলতার কারণে অন্যদের সাহায্যের ক্ষমতা কম৷ ইউক্রেনকে যা দেওয়া হয়েছে, এর বেশি আর তেমন কিছু দেওয়া সম্ভব নয়৷ জার্মানি তথা ন্যাটোর সুরক্ষার ক্ষমতা আরও দুর্বল না করে বুন্ডেসভেয়ারকে কাজ করতে হবে৷ তাছাড়া মস্কো জার্মানিকে যুদ্ধের অংশীদার হিসেবে গণ্য করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার আশঙ্কা রয়েছে বলে শলৎস মনে করেন৷

অভ্যন্তরীণ সমালোচনা সামলাতে জার্মানির সরকারের তিন শরিক দল সংসদের নিম্ন কক্ষে ইউক্রেনকে ভারি অস্ত্র সরবরাহের নীতি সংক্রান্ত এক প্রস্তাব পেশ করতে চলেছে বলে সংবাদ সংস্থা এএফপি দাবি করেছে৷ সেই প্রস্তাবে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের নীতি চালিয়ে যাওয়া এবং যখনই সম্ভব আরও দ্রুত ভারি ও জটিল সরঞ্জাম পাঠানোর উল্লেখ থাকবে৷ সেইসঙ্গে ইউক্রেনের সৈন্যদের জার্মানিতে প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে চায় সরকার৷ বিরোধী ইউনিয়ন শিবির নিজস্ব প্রস্তাব এনে সরকারকে চাপে ফেলার তোড়জোড় করছিল বলে শলৎস নড়েচড়ে বসেছেন, এমন ধারণা জোরালো হচ্ছে৷

এসবি/কেএম (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য