ইউক্রেনে আরো তীব্র আক্রমণের ইঙ্গিত
আগামী কিছুদিনের মধ্যে নতুন আক্রমণের পথে যেতে পারে রাশিয়া। সতর্কবার্তা অ্যামেরিকার। গাড়িবোমা বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করল ক্রেমলিন।
অ্যামেরিকার বার্তা
আগামী ২৪ অগাস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক জায়গায় বেসামরিক ভবন এবং বেসামরিক কাঠামোয় রাশিয়া আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে অ্যামেরিকা। তাদের গোয়েন্দা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।
মার্কিনদের প্রতি
কিয়েভে অ্যামেরিকার দূতাবাস ইউক্রেনে বসবাসকারী মার্কিনদের নির্দেশ দিয়েছে, সাইরেন বাজলেই বাড়ির নীচে চলে যেতে হবে। বাড়ির বাইরের দেওয়াল থেকে ভিতরের দেওয়ালের দিকে থাকাই বাঞ্ছনীয়। বিপদের সংকেত পেলেই মার্কিন নাগরিকদের পালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
কিয়েভের সিদ্ধান্ত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসন জানিয়েছে, আক্রমণের আশঙ্কা আছে, তাই এবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপিত হবে না। বড় জমায়েত করতে নিষেধ করা হয়েছে।
রাশিয়ার পাল্টা
মার্কিন গোয়েন্দা রিপোর্ট নিয়ে রাশিয়া কোনো মন্তব্য করেনি। তবে মস্কোর অদূরে গাড়িবোমা বিস্ফোরণের জন্য কিয়েভকে দায়ী করেছে ক্রেমলিন।
শহিদের মর্যাদা
গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের ঘনিষ্ঠ অতিজাতীয়তাবাদী চিন্তাবিদ আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনা। মস্কো থেকে ৪০ কিলোমিটার দূরে তার গাড়িতে বিস্ফোরণ হয়। সোমবার পুটিন তাকে বিশেষ বীরের মরনোত্তর সম্মান দিয়েছেন।
রাশিয়ার গোয়েন্দাদের দাবি
রাশিয়ার গোয়েন্দাদের দাবি এক ইউক্রেনের নারী একাজ করেছেন। মেয়েকে নিয়ে মাসখানেক আগে তিনি রাশিয়া গেছিলেন। দুগিনার কমপ্লেক্সেই বাড়ি ভাড়া নেন। শনিবার বিস্ফোরণ ঘটিয়ে তিনি এস্তোনিয়ায় পালিয়ে গেছেন বলে তাদের দাবি। ইউক্রেন এবিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইউক্রেনের দাবি খারিজ
পশ্চিমা বিশ্বের কাছে বিশেষ দাবি জানিয়েছিল ইউক্রেন। বলা হয়েছিল, রাশিয়ার সব নাগরিকের ভিসা নিষিদ্ধ করা হোক। কিন্তু অ্যামেরিকা জানিয়েছে, তা করা সম্ভব নয়। নির্দিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রেই কেবল একাজ করা সম্ভব।