ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে মার্কিন সাহায্য
২৯ নভেম্বর ২০২২রাশিয়ার লাগাতার হামলায় ইউক্রেনের জ্বালানি ও নাগরিক পরিষেবার অবকাঠামোর যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, সে দেশের একার পক্ষে তা সামাল দেওয়া কঠিন হচ্ছে৷ চরম শীত ও অন্ধকারের দিনগুলিতে বিদ্যুৎ, পানি ও উত্তাপ থেকে সাধারণ মানুষ বার বার বিচ্ছিন্ন হয়ে পড়লে সাধারণ মানুষের পক্ষে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ইউক্রেনের প্রশাসন আরও হামলা ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে৷ সুপরিকল্পিত ভাবে নাগরিক পরিষেবার উপর লাগাতার হামলার মাধ্যমে সাধারণ মানুষের কষ্ট দেবার এই পদক্ষেপকে ইউক্রেন যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করছে৷
মার্কিন যুক্তরাষ্ট্র তাই মঙ্গলবার ইউক্রেনের জন্য বাড়তি সহায়তার ঘোষণা করছে৷ সে দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রুমেনিয়ার রাজধানী বুখারেস্টে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে সেই সহায়তার রূপরেখা তুলে ধরছেন৷ বিশেষ করে উৎপাদিত বিদ্যুৎ বণ্টনের জন্য প্রয়োজনীয় পাওয়ার লাইন মেরামতির ক্ষেত্রে ওয়াশিংটন এক সার্বিক সমাধানসূত্র প্রয়োগ করতে চায়৷ মার্কিন প্রশাসন একদিকে অ্যামেরিকার বিভিন্ন পরিষেবা ও হার্ডওয়্যার সরবরাহকারী কোম্পানি, অন্যদিকে ইউরোপের দেশগুলির সঙ্গে সহযোগিতার মাধ্যমে ইউক্রেনে ক্ষতিগ্রস্ত হাই ভোল্টেজ ট্রান্সমিশন স্টেশন দ্রুত চালু করার উদ্যোগ নিচ্ছে৷ ন্যাটো ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তার উদ্যোগ নিচ্ছে৷ সেইসঙ্গে জ্বালানি, ওষুধপত্র, শীতে প্রয়োজনীয় সরঞ্জাম এবং ড্রোন জ্যামারের মতো সহায়তা ইতোমধ্যেই ইউক্রেনের হাতে তুলে দেওয়া হয়েছে৷
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা সাতটি নর্ডিক ও বাল্টিক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে নিজের দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ট্রান্সমিটারের জন্য আবেদন করেছেন৷ সেইসঙ্গে তিনি রাশিয়ার হামলা প্রতিহত করতে আরও উন্নত এয়ার ডিফেন্স প্রণালীও চেয়েছেন৷ জি-সেভেন গোষ্ঠীর বর্তমান সভাপতি দেশ জার্মানি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর পুনর্গঠনে আরও গতি আনতে বিশেষ উদ্যোগ নিচ্ছে৷
সোমবার রাজধানী কিয়েভ মোটামুটি শান্ত থাকলেও খেরসন অঞ্চলে রাশিয়া গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী৷ সেখান থেকে সেনা প্রত্যাহারের পর রুশ বাহিনী দনিপ্রো নদীর পশ্চিমে হামলা চালিয়ে যাচ্ছে৷ শুধু গত সপ্তাহেই ২৫৮টি হামলা নথিভুক্ত করা হয়েছে৷ দনিয়েৎস্ক অঞ্চলের বাখমুৎ ও আভডিভকা এলাকার উপরও রাশিয়া হামলা চালাচ্ছে৷ শীতের প্রকোপে কোনো পক্ষই সহজে নতুন করে জমি দখল করতে পারছে না বলে মনে করা হচ্ছে৷ রুশ বাহিনীর হামলা প্রতিহত করতে ইউক্রেনের ডাকে সাড়া দিয়ে অ্যামেরিকা একটি প্রস্তাব বিবেচনা করছে৷ এর আওতায় বোয়িং কোম্পানি সস্তার ও ছোট আকারের প্রিসিশন বোমা সরবরাহ করতে চায়, যা ইউক্রেনের বাহিনীর কাছে থাকা রকেটের উপর বসানো সম্ভব৷
এসবি/এসিবি (রয়টার্স, এপি)