ইউক্রেনে সৌদি পর্যটকদের ঢল
২০২০ সালে পুরো বছরে ইউক্রেনে গিয়েছিল মোট চার হাজার পর্যটক৷ এখন প্রতিদিন যায় তিন হাজারেরও বেশি পর্যটক৷ ইউক্রেনের পর্যটন শিল্পে এই সুবাতাস বয়ে এনেছেন সৌদি নাগরিকেরা৷ ছবিঘরে বিস্তারিত...
মহামারিতে পর্যটকের ‘মহাপ্লাবন’
ইউক্রেনের অনেক হোটেলে এখন পর্যটকদের জায়গা দেয়াই দায়! পর্যটনে উন্নয়নের জোয়ার কত ব্যাপক তা বোঝা গেল আন্তন তারানেনকোর কথায়৷ রয়টার্সকে তিনি বলেন, ২০২০ সালে ইউক্রেনে এসেছিল মোট চার হাজার পর্যটক, এবার প্রতিদিন অন্তত সাড়ে তিন হাজার সৌদি নাগরিক আসবেন বলে আশা করা হচ্ছে৷ ওপরের ছবিতে কিয়েভে এক সৌদি নাগরিকের সেল্ফি তোলার মুহূর্ত৷
মধ্যপ্রাচ্যের পর্যটকদের ঠিকানা...
করোনা মহামারি শুরুর আগে গ্রীষ্মের প্রচণ্ড গরমে একটু আরাম খুঁজতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনেক মানুষই ইউরোপে পাড়ি জমাতেন৷ এ মুহূর্তে ইউরোপের অনেক দেশে পর্যটকদের অবাধ যাতায়াতের সুযোগ একেবারেই নেই৷ সেই তুলনায় স্বাস্থ্যবিধির কড়াকড়ি অনেক কম বলে মধ্যপ্রাচ্যের পর্যটকরা এখন ইউক্রেনে যাচ্ছেন৷ ওপরের ছবিতে কিয়েভে ঘুরতে যাওয়া এক কুয়েতি পরিবার৷
ইউক্রেনের বিশেষ উদ্যোগ
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গত মার্চে আন্তর্জাতিক ফ্লাইট পুরোপুরি বন্ধ করে দিয়েছিল ইউক্রেন৷ কঠোর লকডাউনের সুবাদে সংক্রমণ অনেক কমে আসায় জুন থেকে আবার শুরু হয়েছে দেশের ভেতরে এবং বাইরে বিমান চলাচল৷ পাশাপাশি স্বাস্থ্যবিধির কড়াকড়িও অনেক কমানো হয়েছে৷ এখন করোনার পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকলেই ইউক্রেনে যাওয়া যায়৷ তাছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর নাগরিকদের ইউক্রেনে যেতে ভিসাও লাগে না৷
তাদের জন্য বিশেষ সেবা
এতদিন পর্যটকদের প্রধান আকর্ষণ ছিল রাজধানী কিয়েভ৷ সাম্প্রতিক সময়ে লভিভ শহরেও যাচ্ছেন অনেকে৷ পর্যটকদের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পর্যটকদের খুশি করতে নেয়া হচ্ছে নানা ধরনের উদ্যোগ৷ হালাল খাবার রাখা হচ্ছে সব হোটেলে৷ মেনু কার্ড তৈরি হচ্ছে আরবিতে৷
সৌদি আরব থেকে বিশেষ ফ্লাইট
নাগরিকদের ইউক্রেন সফর সহজ করতে রিয়াদ থেকে কিয়েভ সরাসরি ফ্লাইট চালু করেছে সৌদি সরকার৷ জুনে এই ফ্লাইট চালুর পর থেকে সৌদি নাগরিকদের ইউক্রেন যাওয়ার হিড়িক আরো বেড়েছে৷ শিগগিরই লভিভ শহর পর্যন্ত বিমান চলাচলের ব্যবস্থাও করবে সৌদি সরকার৷