ইউক্রেনের প্রথম ‘আন্ডারগ্রাউন্ড’ স্কুল
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ রুশ সীমান্তের কাছে অবস্থিত৷ সেখানকার একটি বাংকারে স্কুল খোলা হয়েছে৷ দুই শিফটে প্রায় ৯০০ শিক্ষার্থী সেখানে শিক্ষাগ্রহণ করছে৷
স্কুলে প্রবেশ
সিঁড়ি দিয়ে নেমে স্কুলে যাচ্ছে তারা৷ এটি ইউক্রেনের প্রথম ‘আন্ডারগ্রাউন্ড’ স্কুল৷ সমতল থেকে ছয় মিটার নিচে এর অবস্থান৷ একটি বাংকারে স্কুলটি তৈরি করা হয়েছে৷
অনেকদিন পর স্কুল
স্কুলটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে অবস্থিত৷ শহরটির অবস্থান রুশ সীমান্তের কাছে৷ ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকে খারকিভের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করতে হচ্ছে৷ তবে ছবির এই শিক্ষার্থীরা ভাগ্যবান, কারণ, তারা ১৪ মে থেকে স্কুলে গিয়ে ক্লাস করতে পারছে৷
শিক্ষার্থীর সংখ্যা
বর্তমানে দুই শিফটে প্রায় ৯০০ শিক্ষার্থী এই স্কুলে ক্লাস করতে পারছে৷ শহর কর্তৃপক্ষ এমন আরও কয়েকটি স্কুল চালুর পরিকল্পনা করছে৷
‘চোখে ব্যথা করতো’
তৃতীয় শ্রেণির ছাত্র সাসকো দুই বছরের বেশি সময় অনলাইনে ক্লাস করেছে৷ ‘‘বিষয়টা ভালো ছিল না৷ চোখে ব্যথা করতো৷ মাঝেমধ্যে বিদ্যুৎ চলে যেত’’ বলে জানিয়েছে সে৷
শিক্ষার্থীরা খুশি
মারিনা প্রিখোদকোর মেয়ে এই স্কুলে ক্লাস করছে৷ এতদিন পর স্কুলে যেতে পেরে মেয়ে খুব খুশি বলে জানান প্রিখোদকো৷ ‘‘তৃতীয় শ্রেণি পড়ুয়া আমার মেয়ে স্কুলে আসার জন্য অনেক অপেক্ষায় ছিল, প্রথমদিন কী পোশাক পরবে ভাবছিল, বন্ধুদের সঙ্গে দেখা হবে বলে খুব খুশি ছিল,’’ বলেন তিনি৷ তার ছেলেও এই স্কুলে পড়ছে৷ প্রথম শ্রেণি পড়ুয়া তার ছেলের কাছে স্কুলের প্রথমদিনটা উৎসবের মতো ছিল বলে জানান প্রিখোদকো৷
হামলা বেড়েছে
মে মাসের শুরু থেকে খারকিভে হামলা বাড়িয়েছে রাশিয়া৷ ড্রোন ও বোমা হামলা করা হচ্ছে৷ এসব হামলায় অনেক শিশুও মারা গেছে৷ তাদের স্মরণে এই স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়েছে৷ সেখানে লেখা আছে ‘রাশিয়া তাদের মেরেছে৷