1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনূস ও সরকারের মধ্যে সমঝোতায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা

১৭ মার্চ ২০১১

বিশ্বকাপ ক্রিকেট, মুহাম্মদ ইউনূস এবং খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে বিএনপি’র নতুন মহাসচিব কে হতে যাচ্ছেন তা নিয়ে জল্পনা কল্পনা, এসবই আজকের ঢাকার পত্রপত্রিকার প্রধান খবর৷

https://p.dw.com/p/10arw
ছবি: dapd

বিশ্বকাপ

আজ বাংলাদেশের খেলা না থাকলেও গোটা দেশের মানুষের চোখ থাকবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে৷ কারণ ওয়েস্ট ইন্ডিজ জিতলেই বাংলাদেশ চলে যাবে কোয়ার্টার ফাইনালে৷ আর সে কারণেই এই খেলা নিয়ে বেশ মাতামাতি সংবাদপত্রে৷ কয়েকটি পত্রিকার শিরোনাম দেখলেই সেটা টের পাওয়া যাবে৷ যেমন ইত্তেফাকের শিরোনাম ‘‘সেই ওয়েস্ট ইন্ডিজের পেছনে আজ গোটা বাংলাদেশ''৷ কালের কন্ঠের শিরোনাম ‘‘ইংল্যান্ডের প্রতিপক্ষে যে আজ বাংলাদেশও''৷ আর সমকালের শিরোনাম ‘‘আজ জিতুক ওয়েস্ট ইন্ডিজ; তাহলেই কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ''৷ এ ধরনেরই শিরোনাম দেখা যাচ্ছে অন্য সংবাদপত্রেও৷ প্রথম আলোতে ক্রিস গেইলের একটি কলাম ছাপা হয়েছে৷ সেখানে তিনি ইংল্যান্ডকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেছেন৷

বিএনপি মহাসচিব কে হচ্ছেন

সমকালে এ বিষয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে৷ পত্রিকাটি বলছে খোন্দকার দেলোয়ারের মৃত্যুর পর এই প্রশ্নটিই কাল বিএনপি নেতা কর্মীদের মনে ঘুরপাক খেয়েছে৷ এসময় সম্ভাব্য মহাসচিব হিসেবে মূলত তিনজনের নাম বেশি উচ্চারিত হয়েছে বলে জানাচ্ছে পত্রিকাটি৷ এঁরা হলেন সিনিয়র নেতাদের মধ্যে স্থায়ী কমিটির দুই সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান৷ আর অপেক্ষাকৃত জুনিয়রদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ স্থায়ী কমিটির বৈঠক ডেকে অথবা দলের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে খালেদা জিয়া নিজেই নতুন মহাসচিব নির্বাচন করবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে৷

ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক পাঁচদিনের সফরে শনিবার ঢাকা যাচ্ছেন৷ এসময় তিনি ড. ইউনূস বিষয়ে সরকারের সঙ্গে একটা সমঝোতায় পৌঁছার চেষ্টা করবেন বলে জানিয়েছে সমকাল৷ ডেইলি স্টারেও ব্লেকের সফর নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে৷ সেখানেও কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে যে, ড. ইউনূসের বিষয়টি সফরের মূল আলোচনার বিষয় হতে পারে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: মারিনা জোয়ারদার