ইউনূস ও সরকারের মধ্যে সমঝোতায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা
১৭ মার্চ ২০১১বিশ্বকাপ
আজ বাংলাদেশের খেলা না থাকলেও গোটা দেশের মানুষের চোখ থাকবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে৷ কারণ ওয়েস্ট ইন্ডিজ জিতলেই বাংলাদেশ চলে যাবে কোয়ার্টার ফাইনালে৷ আর সে কারণেই এই খেলা নিয়ে বেশ মাতামাতি সংবাদপত্রে৷ কয়েকটি পত্রিকার শিরোনাম দেখলেই সেটা টের পাওয়া যাবে৷ যেমন ইত্তেফাকের শিরোনাম ‘‘সেই ওয়েস্ট ইন্ডিজের পেছনে আজ গোটা বাংলাদেশ''৷ কালের কন্ঠের শিরোনাম ‘‘ইংল্যান্ডের প্রতিপক্ষে যে আজ বাংলাদেশও''৷ আর সমকালের শিরোনাম ‘‘আজ জিতুক ওয়েস্ট ইন্ডিজ; তাহলেই কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ''৷ এ ধরনেরই শিরোনাম দেখা যাচ্ছে অন্য সংবাদপত্রেও৷ প্রথম আলোতে ক্রিস গেইলের একটি কলাম ছাপা হয়েছে৷ সেখানে তিনি ইংল্যান্ডকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেছেন৷
বিএনপি মহাসচিব কে হচ্ছেন
সমকালে এ বিষয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে৷ পত্রিকাটি বলছে খোন্দকার দেলোয়ারের মৃত্যুর পর এই প্রশ্নটিই কাল বিএনপি নেতা কর্মীদের মনে ঘুরপাক খেয়েছে৷ এসময় সম্ভাব্য মহাসচিব হিসেবে মূলত তিনজনের নাম বেশি উচ্চারিত হয়েছে বলে জানাচ্ছে পত্রিকাটি৷ এঁরা হলেন সিনিয়র নেতাদের মধ্যে স্থায়ী কমিটির দুই সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান৷ আর অপেক্ষাকৃত জুনিয়রদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ স্থায়ী কমিটির বৈঠক ডেকে অথবা দলের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে খালেদা জিয়া নিজেই নতুন মহাসচিব নির্বাচন করবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে৷
ড. ইউনূস
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক পাঁচদিনের সফরে শনিবার ঢাকা যাচ্ছেন৷ এসময় তিনি ড. ইউনূস বিষয়ে সরকারের সঙ্গে একটা সমঝোতায় পৌঁছার চেষ্টা করবেন বলে জানিয়েছে সমকাল৷ ডেইলি স্টারেও ব্লেকের সফর নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে৷ সেখানেও কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে যে, ড. ইউনূসের বিষয়টি সফরের মূল আলোচনার বিষয় হতে পারে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: মারিনা জোয়ারদার