1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনূসকে জার্মানি সফরের আমন্ত্রণ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ নভেম্বর ২০১৩

ঢাকায় জার্মান রাষ্ট্রদূত আলব্রেশট কনসে বলেছেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস তাঁর নিজের দেশে যোগ্য সম্মান পাচ্ছেন না৷ জার্মান রাষ্ট্রপতির একটি আমন্ত্রণপত্র পৌঁছে দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন৷

https://p.dw.com/p/1AITu
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আলব্রেশট কনসে (বামে)ছবি: Nasir Ali Mamun/Yunus Centre

এদিকে, গ্রামীণ ব্যাংকের পরিচালক তাহসিনা খাতুন ডয়চে ভেলেকে বলেন, তাঁকে তাঁর যোগ্য সম্মান না দিলে দেশের সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে৷

বৃহস্পতিবার জার্মান রাষ্ট্রপতি ইওয়াখিম গাউকের একটি আমন্ত্রণপত্র পৌঁছে দিতে ড. ইউনূসের সঙ্গে দেখা করেন রাষ্ট্রদূত আলব্রেশট কনসে৷ এসময় তিনি দুঃখ করে বলেন, ‘‘ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার পথিকৃৎ ড. মুহাম্মদ ইউনূস তাঁর নিজের দেশে ইদানিং যোগ্য সম্মান পাচ্ছেন না৷ বিষয়টি আমাকে মর্মাহত করেছে৷''

জার্মান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, জার্মান রাষ্ট্রপতি ইওয়াখিম গাউক আগামী বছরের শুরুর দিকে ড. মুহাম্মদ ইউনূসকে জার্মানি সফরের আমন্ত্রণ জানিয়েছেন৷ রাষ্ট্রদূত কনসে বলেন, ড. ইউনূস সমাজের অবহেলিত এবং নিম্নবিত্ত, বিশেষ করে নারীদের জীবনমান উন্নয়নে যে ভূমিকা রেখেছেন জার্মানি তার প্রশংসা করে৷ রাষ্ট্রদূত জানান জার্মান ভিত্তিক ‘গার্মেন্টস ইন্ডাষ্ট্রি ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ' বা জিআইটিই এর উদ্যোক্তা হলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা অধ্যাপক পেটার আইগেন এবং ড. মুহাম্মদ ইউনূস৷ এই প্রতিষ্ঠানটি পোশাক কারখানায় গ্রহণযোগ্য ন্যূনতম মজুরি নিয়ে বিশ্বব্যাপী কাজ করে – যা একটি প্রশংসনীয় উদ্যোগ৷ ড. ইউনূসের এই উদ্যোগ রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে সারা বিশ্বে যে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে তা কাটিয়ে উঠতে সহায়তা করবে৷

এদিকে গ্রামীণ ব্যাংকের পরিচালক তাহসিনা খাতুন ডয়চে ভেলেকে বলেন, জার্মান রাষ্ট্রদূত দুঃখ করে যে কথা বলেছেন তা যথার্থ৷ তিনি বলেন কোনো এক অজ্ঞাত কারণে বর্তমান সরকার জেদের বশবর্তী হয়ে ড. মুহাম্মদ ইউনূসকে যোগ্য সম্মান দিচ্ছে না৷ কিন্তু দেশের মানুষের কাছে তিনি সম্মানিত৷ শুধু দেশে নয় বিদেশের মানুষজনও তাঁকে শ্রদ্ধা করে৷ তিনি দেশের মানুষের জন্য কাজ করছেন৷ সরকার তাঁকে শুধু গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকেই সরিয়ে দেয়নি, তাঁকে নানাভাবে হয়রানিরও চেষ্টা করছে, বলে অভিযোগ করেন তাহসিনা খাতুন৷ তিনি বলেন ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন মানুষকে যোগ্য সম্মান না দিলে তাতে দেশের মানুষেরই ক্ষতি৷ ‘‘তাঁকে অসম্মান করলে আমরাই ছোট হয়ে যাব, তিনি ছোট হবেন না৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য