ইউনেস্কোর নতুন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস
প্রকৃতি ও মানবসংস্কৃতি থেকে শুরু করে হাজার বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সব কিছু আছে ইউনেস্কোর নতুন তালিকায়৷
হামবুর্গ বন্দরের মালগুদাম ও নৌ-বাণিজ্য কেন্দ্র
‘স্পাইশারস্টাট’ হলো হামবুর্গের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট৷ এলবে নদীর তীরের এই ১৫টি মালগুদাম এই শহরের সমুদ্রযাত্রার ইতিহাস ও তার শিল্পকারখানা সংক্রান্ত স্থাপত্যের পরিচয় বহণ করছে৷
প্যালারমো; সেফালু ও মনরেয়ালে-র গির্জা
ইটালিতে এর আগেই ৫০টি বিশ্ব উত্তরাধিকার স্থান ছিল, এবার আরো একটি যোগ হলো: আরব-নর্মান স্থাপত্যের প্যালারমো শহর (ছবি) এবং তার কাছের সেফালু ও মনরেয়ালের ক্যাথিড্রাল৷ এ সব হলো সিসিলি-তে দ্বাদশ শতাব্দীর নর্মান রাজত্বের প্রতীক৷ সে আমলের শাসকরা প্রাচ্য ও প্রতীচ্যের ধারার মধ্যে সংমিশ্রণ এনেছিলেন৷
ফরাসি আঙুরখেত ও ওয়াইন সেলার
ফ্রান্সের দু’টি বিখ্যাত ওয়াইন তৈরির এলাকাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করা হয়েছে৷ বার্গান্ডি-তে আঙুরচাষের ঐতিহ্য মধ্যযুগ যাবৎ৷ দ্বিতীয় যে আঙুরচাষের এলাকাটি নির্বাচিত হয়েছে, সেটি হলো শ্যাম্পেইন – কেন, নাম শুনেই বুঝতে পারছেন৷
ইউরোপীয় শিল্পস্থাপত্য
নরওয়ের রিউকান ও নোটোডেন শিল্পনগরীগুলির সঙ্গে ব্রিটেনের ফোর্থ সেতুকেও বিশ্ব উত্তরাধিকার স্থান হিসেবে নির্বাচন করা হয়েছে৷ ব্রিজটি স্কটল্যান্ডের ফোর্থ নদীর মোহানায় অবস্থিত৷
দিয়ারবাকির দুর্গ, সুপ্রাচীন শহর এফেসাস
তুরস্কের দু’টি নতুন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট৷ এফেসাস-এ গ্রিক দেবতা আর্টেমিস-এর সুবিখ্যাত মন্দিরটির ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যাবে (ছবি)৷ এই মন্দির হলো বিশ্বের সপ্তম আশ্চর্যগুলির একটি৷ তুরস্কের অন্য হেরিটেজ সাইটটি হলো দিয়ারবাকির দুর্গ ও হেফসেল উদ্যান৷
সিঙ্গাপুর বোট্যানিক গার্ডেনস
সিঙ্গাপুরও তার প্রথম বিশ্ব উত্তরাধিকারের স্থান পেয়েছে৷ এখানকার বোট্যানিক গার্ডেনে তিন হাজারের বেশি প্রজাতির উদ্ভিদ, একটি গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য ও একটি অর্কিডের বাগান আছে৷ বোট্যানিক গার্ডেনের ইতিহাস প্রায় দেড়শো বছরের৷ প্রতি বছর ৪০ লক্ষের বেশি দর্শক এখানে ভিড় করেন৷
প্রাগৈতিহাসিক
ইরানের সুসা ছিল এককালে একটি সমৃদ্ধ শহর৷ খননকার্য চালিয়ে শহরের পাঁচ হাজার বছরের ইতিহাসের নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে৷ কেরমান প্রদেশের মইমান্ড গ্রামের একটি সুপ্রাচীন গুহাও বিশ্ব উত্তরাধিকারের সম্মান পেয়েছে – যেমন পেয়েছে সৌদি আরবের হা’ইল-এ গুহামানবের অঙ্কনশৈলীর নিদর্শন৷