1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত

২০ জানুয়ারি ২০১৪

জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানির সঙ্গে অন্তর্বর্তীকালীন পরমাণু চুক্তির শর্ত অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করেছে ইরান৷ সিরিয়ার শান্তি আলোচনায় ইরানকে আমন্ত্রণ জানানো নিয়ে দেখা দিয়েছে অসন্তোষ৷

https://p.dw.com/p/1AteR
Iran Atomfabrik Fordo bei Ghom
ছবি: picture-alliance/dpa

এ সপ্তাহেই সুইজারল্যান্ডের মন্ট্রিক্সে শুরু হচ্ছে সিরিয়ার শান্তি আলোচনার প্রথম পর্ব৷ এ আলোচনায় অংশ নেয়ার জন্য ইরানকে আমন্ত্রণ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন৷ ইরান আমন্ত্রণ গ্রহণ করেছে৷ শিয়া-প্রধান দেশ ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বড় মিত্র বলে পরিচিত৷

আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব বান-কি মুন মন্ট্রিক্সে তেহরান গঠনমূলক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন৷ ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফও তাঁকে এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি৷

কিন্তু বান কি মুনের এই পদক্ষেপে সিরিয়ার বিরোধী দলগুলোর মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ৷ ইরানের আমন্ত্রণ প্রত্যাহার করা না হলে শান্তি আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করার হুমকিও দিয়েছে তারা৷ অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানকে আমন্ত্রণ জানানোর বিষয়ে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে৷ সিরিয়া বিষয়ক প্রাথমিক আলোচনা বুধবার শুরু হওয়ার কথা৷ তারপর শুক্রবার জেনেভায় শুরু হবে পূর্ণাঙ্গ আলোচনা৷

এদিকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করেছে বলে জানিয়েছে সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন৷ সোমবার ইরানের এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর জানানো হয়৷ গত ২৪শে নভেম্বর জেনেভায় জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানি ইরানের সঙ্গে একটি অন্তর্বর্তীকালীন পরমাণু চুক্তি করে৷ চুক্তির অন্তর্ভুক্ত শর্ত অনুযায়ী, ইরানের পরমাণু কর্মসূচির কিছু উদ্যোগ সীমিত করার কথা৷ পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমানোর বিষয়টিও এর মধ্যে রয়েছে৷ চুক্তি কার্যকর করার বিনিময়ে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে শিথিল করার কথা৷

এসিবি/এআই (রয়টার্স, এপি, এএফপি)