1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো: যে মুদ্রার এপিঠ-ওপিঠে মিল নেই

১২ আগস্ট ২০০৯

ইউরোপের ১৯ টি দেশে চলে একটিই মুদ্রা৷ একক সেই মুদ্রার নাম ইউরো৷ মুদ্রা একক হলে কী হবে- এগুলোর কয়েন কিন্তু একই রকম নয়৷

https://p.dw.com/p/J83j
ছবি: AP

মুদ্রাগুলোর এক পিঠে ইউরোপীয় ঐক্যের প্রতীক হিসেবে আছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মানচিত্র৷ কিন্তু জাতীয়তার পরিচয় হিসেবে প্রতিটি দেশে ব্যবহৃত কয়েনেই দেশটির কোনো না কোনো প্রতীকের ছাপ রয়েছে৷

অস্ট্রিয়া ও ইটালির পর ২০০৬ সালে ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সভাপতির দায়িত্ব পাওয়ার পর ফিনল্যান্ড ঘুরে আসা লোকদের প্রায়ই শুনতে হতো, তোমরা ফিনিশ ইউরো দেখেছো? এখন যে কয়টি দেশে ইউরো প্রচলিত আছে সেগুলো হলো, অস্ট্রিয়া, বেলজিয়াম, সাইপ্রাস, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইটালি, লুক্সেমবুর্গ, মাল্টা, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, স্পেন ও ভ্যাটিকান৷

জুন মাসের শেষ নাগাদ সাড়ে আট হাজার কোটি ইউরো কয়েন চালু ছিল৷ সব মিলে ওজন হবে, তিন লাখ ৬০ হাজার টনের বেশি৷ মূল্যমান একুশ শো কোটি ইউরো বা তিন হিজার কোটি মার্কিন ডলার৷

মুদ্রার গায়ে পরিচিতমূলক ছাপ দিয়ে দেশগুলোর এক ধরণের প্রতীক তুলে ধরা হয়৷ যেমন ধরুন সাইপ্রাসের কথা৷ সেখানে দুই ইউরোর মুদ্রার এক পিঠে পাঁচ হাজার বছরের পুরোনো এক আইডলের ছবি এঁকে দেওয়া হয়েছে৷ বলা হয়, প্রাগৈতিহাসিক যুগ থেকে সভ্যতায় দেশটির অবদানের স্মারক হিসবে এই ছবি দেওয়া হয়েছে৷

ইউরোপের অপেক্ষাকৃত দরিদ্র ও বিভক্ত এ দ্বীপ দেশটি সবসময় তুরস্কের সঙ্গে জড়িয়েই থাকে- তার বাইরেও যে তাদের আরো পরিচয় আছে তা বোঝাতই যেন এই ছাপ৷

নিজেদের ভাষার স্বীকৃতির জন্য দীর্ঘদিনের লড়াইকেই স্মরণ করতেই যেন স্লোভেনিয়ার এক ও দুই ইউরোর মুদ্রার গায়ে ছাপ আছে সেদেশের জাতীয় কবি ও প্রথম মুদ্রিত গ্রন্থের রচয়িতার ছবি৷

ঐতিহ্য স্মরণ করতে এক শতক পেরিয়ে যাওয়ার পরও পর্তুগালের মুদ্রায় রাজবংশের চিহ্ন মেলে মুদ্রার পিঠে৷

এ নিয়ে দেশে দেশে রাজনীতির উত্তাপও ছড়ায়৷ যেমনটি হয়েছিল ভ্যাটিকানের ক্ষেত্রে৷ ইউরোপের সবচেয়ে ছোট্ট দেশটিতে রাষ্ট্রপ্রধানের ছবিই খোদাই করা থাকে এক পিঠে৷ এবং স্বভাবতই তা পোপের৷ ২০০৫ সালের এপ্রিল মাসে পোপ দ্বিতীয় জন পলের মৃত্যুর পর সবাই ভেবেছিল ধর্ম রাষ্ট্রটি বোধহয় পরবর্তী পোপ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে৷

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তারা একপাশে আসন শূণ্য এরকম লেখা ছেপে বাজারে মুদ্রা ছাড়ে৷ ইউরোপের বড় বড় অর্থনীতিগুলো তখন তাতে ব্যবসায়িক গন্ধ পেয়েছিল৷ তারা বলেছিল, সংগ্রাহকদের জন্যই এই মুদ্রা ছাড়া হয়েছিল৷ নতুন পোপ নির্বাচনের পর অবশ্য তাঁর ছবি দিয়েই মুদ্রা ছাড়ে ভ্যাটিকান৷

প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক