1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা ভ্যাকসিনে আগ্রহীর সংখ্যা কমছে

১৩ জুলাই ২০২০

এক সমীক্ষায় দেখা গেছে, ইউরোপে কোভিড-১৯-এর ভ্যাকসিন নিতে আগ্রহীর সংখ্যা আগের তুলনায় কমেছে৷ জার্মানিতে ভ্যাকসিনে আগ্রহী কমার হার ইউরোপের অনেক দেশের চেয়ে বেশি৷

https://p.dw.com/p/3fE9f
ছবি: picture-alliance/SvenSimon/F. Hoermann

গত এপ্রিলে একটা সমীক্ষা শুরু করেছিলেন জার্মানির হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷ বিশ্বের অনেক দেশের বিজ্ঞানীর করোনা রোধের ভ্যাকসিন আবিস্কারের চেষ্টায় ব্যস্ত৷ কিন্তু আসলে শতকরা কতজন মানুষ ভ্যাকসিন নেয়া খুব জরুরি মনে করেন? ইউরোপের ছয়টি দেশে  এই প্রশ্নের উত্তর জানার উদ্যোগ নিয়েছিলেন হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা৷ 

দেশগুলো হলো জার্মানি, যুক্তরাজ্য, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ইটালি, ফ্রান্স এবং পর্তুগাল৷ এ উদ্দেশ্যে এসব দেশের নাগরিকের কাছে ভ্যাকসিন সংক্রান্ত প্রশ্নটি রাখার ব্যবস্থাও করা হয়েছিল৷ 

এপ্রিলে ছয় দেশের ৭০০০ মানুষের সঙ্গে কথা বলে দেখা গিয়েছিল, এসব দেশের শতকরা ৭৪ ভাগ মানুষ ভ্যাকসিন নিয়ে করোনা থেকে দূরে থাকতে আগ্রহী৷ তখন টিকার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন সমীক্ষায় অংশ নেয়া ৭০ ভাগ জার্মান৷

কিন্তু জুনে এ ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে জার্মানি এবং ইউরোপে৷ ইউরোপের ছয়টি দেশে ভ্যাকসিনে আগ্রহী এবং আস্থাশীলের হার শতকরা ৭৪ থেকে কমে ৬৮-তে এসে ঠেকেছে৷ জার্মানিতে কমার হার আরো বেশি৷ এপ্রিলে যেখানে ৭০ ভাগ ভ্যাকসিনকে ‘হ্যাঁ' বলেছিলেন সোৎসাহে, এবার বলেছেন মাত্র ৬১ ভাগ! 

এসিবি/কেএম