ইউরোপে জার্মানির ভ্রমণ সতর্কতা
১ অক্টোবর ২০২০১১টি দেশের মধ্যে বেলজিয়াম ও আইসল্যান্ডকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ আর বাকি দেশগুলোর বিভিন্ন এলাকার করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে শুধু ওই এলাকাগুলোকেই তালিকাভুক্ত করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে ব্রিটেনের কিছু এলাকা, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড, ফ্রান্সের পেস ডে লা লইরে ও বুর্গুন্ডি৷
এছাড়া লিথুনিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, হাঙ্গেরি ও রোমানিয়ার কিছু এলাকাও এ তালিকার অন্তর্ভুক্ত৷
কোনো এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা সপ্তাহে প্রতি লক্ষে ৫০ হলে সে এলাকাকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে জার্মানি৷
এদিকে বিশ্বের ১৬০টি দেশের উপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি৷ তবে দেশেগুলোর করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে পর্যায়ক্রমে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে৷
আরআর/এসিবি (এপি, রয়টার্স, এএফপি, ডিপিএ)
১৫ সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...