1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে সস্তা মুরগির মাংসে ভীষণ স্বাস্থ্যঝুঁকি

২৮ অক্টোবর ২০২০

ইউরোপে বড় বড় প্রতিষ্ঠানের সস্তা মুরগির মাংসে উচ্চমাত্রার অ্যান্টিমাইক্রোবায়াল রেজিসট্যান্ট প্যাথোজেন রয়েছে৷ জার্মানওয়াচের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য৷

https://p.dw.com/p/3kXiP
ছবি: Getty Images

মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি প্রতিষ্ঠান জার্মানওয়াচ৷ জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড, নেদারল্যান্ডস এবং স্পেনের আলদি, লিডল এবং আরো কিছু মুরগির মাংস উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মাংস পরীক্ষা করে তাতে এই বিশেষ ধরনের প্যাথোজেন পাওয়া গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে৷ প্রতিবেদনে আরো বলা হয়, ডিসকাউন্ট বা বিশেষ মূল্যছাড়ে যেসব মাংস বিক্রি হয় মূলত সেগুলোতেই মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ানো উপাদানটি বেশি রয়েছে৷

গবেষকেরা জানান, এমন বিষাক্ত মাংস বেশি উৎপাদন করছে জার্মানির পিএইচডাব্লিউ গ্রুপ৷প্রতিষ্ঠানটি প্রতি সপ্তাহে গড়ে ৪৫ লাখ মুরগির মাংস উৎপাদন করে৷ জার্মানির পিএইচডাব্লিউ গ্রুপের পরেই রয়েছে ফ্রান্সের এলডিসি গ্রুপ এবং নেদারল্যান্ডসের পুলকন ফুড গ্রুপ৷ পিএইচডাব্লিউ গ্রুপের শতকরা ৫৯ ভাগ, এলডিসি গ্রুপের ৫৭ ভাগ এবং পুলকন ফুড গ্রুপের ৩৬ ভাগ নমুনায় উচ্চমাত্রার অ্যান্টিমাইক্রোবায়াল রেজিসট্যান্ট প্যাথোজেন পাওয়ার কথাও জানিয়েছেন গবেষকরা৷  

উচ্চমাত্রার অ্যান্টিমাইক্রোবায়াল রেজিসট্যান্ট প্যাথোজেন রয়েছে এমন মাংস স্পর্শ করলে বা খেলে মানুষের দেহে সংক্রমণের ঝুঁকি বাড়ে৷তাছাড়া সংক্রমণ সারাতে ব্যবহার্য অ্যান্টিবায়োটিককে অকার্যকর করে অ্যান্টিমাইক্রোবায়াল৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-র তথ্য অনুযায়ী, সিআইএ এইচপি, অর্থাৎ ক্রিটিক্যালি ইমপর্ট্যান্ট অ্যান্টিমাইক্রোবায়াল মানুষের স্বাস্থ্যের জন্য খুব দরকারি৷ সংক্রমণ সারাতে আর সব অ্যান্টিবায়োটিক যখন ব্যর্থ হয় তখন কাজে লাগে এই গ্রুপের অ্যান্টিবায়োটিক৷ জার্মানওয়াচের পরীক্ষা করা শতকরা ৩৫ ভাগ মাংসেই সিআইএ এইচপি ছিল৷

গবেষকরা মনে করেন, মুরগির মাংস উৎপাদনে ইউরোপের দেশগুলোতে অভিন্ন আইন হলে মুরগির মাংসের বাজার অ্যান্টিমাইক্রোবায়াল রেজিসট্যান্ট প্যাথোজেনমুক্ত হতে পারে৷

জন শেল্টন/এসিবি