1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১২’র প্রথম তিনটি ম্যাচে খেলতে পারবেন না রুনি

১৪ অক্টোবর ২০১১

২০১২ সালের ইউরোপীয় প্রতিযোগিতার দৌড়ে বিপাকে পড়েছে ইংল্যান্ড দল৷ আগামী বছর মূল পর্যায়ে পৌঁছানো সত্ত্বেও উয়েফা’র শাস্তির কারণে প্রথম তিনটি ম্যাচে খেলতে পারবেন না তুরুপের তাস ওয়েন রুনি৷

https://p.dw.com/p/12s5z
ওয়েন রুনি (বামে)ছবি: picture alliance/empics

খেলেন ভালোই৷ তবে বড্ড মাথা গরম৷ রেগে গেলে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেন৷ কী করে বসবেন, তার কোনো ঠিক নেই৷ এক সপ্তাহ আগে ইউরো ২০১২ কোয়ালিফাইয়িং রাউন্ডে মন্টেনেগ্রোর বিরুদ্ধে খেলা চলছিল৷ সেখানে রুনি একটা কাণ্ড করে বসলেন৷ মন্টেনেগ্রোর খেলোয়াড় মিয়োদ্রাগ জুদোভিচ'কে তিনি লাথি মারায় বিষয়টা শুধু সেই ম্যাচের একটা বিচ্ছিন্ন ঘটনা রইলো না৷ রেফারির লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছিল রুনিকে৷ তবে এর পরিণাম যে দীর্ঘমেয়াদী হতে পারে, তেমন একটা সন্দেহ দেখা যাচ্ছিল৷ শেষ পর্যন্ত দেখা গেল, ২-১ গোলে ম্যাচ জেতা সত্ত্বেও ইংল্যান্ডের বিশাল ক্ষতি হয়ে গেল৷

এমন অপরাধ করলে শাস্তি তো পেতেই হবে৷ ইউরোপীয় ফুটবল ফেডারেশন উয়েফা শুক্রবার রুনি'কে আগামী বছরের ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতার প্রথম ৩টি ম্যাচে নিষিদ্ধ ঘোষণা করেছে৷ অর্থাৎ প্রতিযোগিতার প্রথম পর্যায় থেকে পুরোপুরি বাদ পড়ছেন এই তারকা খেলোয়াড়৷ ইংল্যান্ড জাতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন অ্যালেন শেয়ারার বলেন, ‘‘এটা বিশাল এক ধাক্কা৷ শুধু টিম, রুনির ফ্যান ও ফুটবল অনুরাগীরাই ধাক্কাটা খেলেন না, স্বয়ং রুনির জন্যও এটা বড় এক ধাক্কা৷ তিনি বুঝতে পেরেছেন, যে তিনি বোকার মতো একটা ভুল করে বসেছেন৷''

Flash-Galerie Fußball WM 2010 Südafrika Achtelfinale Deutschland vs England
ছবি: AP

বৃহস্পতিবার উয়েফার সিদ্ধান্ত জানা গেলেও লিখিত রায় না পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের ফুটবল সংগঠন পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কিছু জানাতে নারাজ৷ এই রায়ের বিরুদ্ধে আপিল করা উচিত হবে কি না, তাও আগেভাগে ভেবে দেখতে হবে৷ কারণ সেই প্রচেষ্টা ব্যর্থ হলে নিষেধাজ্ঞার মেয়াদ উল্টে আরও দীর্ঘ হতে পারে৷

যা হবার তা হয়ে গেছে৷ কিন্তু এখন রুনি'কে নিয়ে কী করা যায়? প্রথম তিনটি ম্যাচের পর রুনি'কে জাতীয় দলে খেলানোর পরিকল্পনায় অটল রয়েছে ইংল্যান্ড৷ ইউরো ২০১২ শুরু হওয়ার আগে রুনি'কে কোনো আন্তর্জাতিক ম্যাচে নামানোর ঝুঁকি নেওয়া উচিত হবে না বলে অনেকে মনে করছেন৷ কারণ তিনি আবার কোনো অপ্রিয় ঘটনার সঙ্গে জড়িয়ে গেলে দলের আরও ক্ষতি হবে৷ উল্লেখ্য, গ্রুপ জি'র শীর্ষে পৌঁছানো সত্ত্বেও ইংল্যান্ড প্রতিযোগিতা শুরু হওয়া পর্যন্ত কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান