1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১৬ শুরু হচ্ছে

১০ জুন ২০১৬

প্যারিসের রাস্তায় জঞ্জাল জমছে৷ ট্রেন ঠিকমতো চলবে কিনা, তার নিশ্চয়তা নেই৷ সরকার পদক্ষেপ নেবার হুমকি দিচ্ছেন৷ স্টাড দ্য ফ্রঁস-এ শুক্রবার রাত্রে ফ্রান্স-রোমানিয়ার উদ্বোধনী ম্যাচে পাহারায় থাকবে নব্বই হাজার পুলিশ৷

https://p.dw.com/p/1J4BH
Frankreich Paris Fans in Tricolore Farben gekleidet
ছবি: picture-alliance/dpa/A. Morissard

শুক্রবার সকালেও প্যারিসের মেয়র আন হিদালগোকে বলতে শোনা গেছে, ‘‘সমস্ত জঞ্জাল সরিয়ে ফেলা হবে....কাজ শুরু হয়ে গেছে৷'' দেশের পরিবহণ মন্ত্রী অ্যালঁ ভিদালি ঘোষণা করেছেন যে, শুক্রবারের ম্যাচে যাতে ফ্যানরা স্টেডিয়াম অবধি পৌঁছাতে পারেন, সেজন্য সর্বরকম ব্যবস্থা নেওয়া হবে৷ শনিবার যাতে ট্রেন চলে, সেজন্য দরকার হলে আদেশ জারি করা হবে৷

তবে আসল ভয় ছিল – এবং আছে – সন্ত্রাসের৷ তার একটি পরীক্ষা হয়ে গেল বৃহস্পতিবার রাত্রে৷ আইফেল টাওয়ারের নীচে ৯২ হাজার মানুষের পাবলিক ভিউয়িং-এর জন্য যে ভেন্যু সৃষ্টি করা হয়েছে, সেখানে ফরাসি ডিজে দাভিদ গেত্তার একটি ফ্রি কনসার্টের আয়োজন করা হয়েছিল৷ এসেছিলেন ৮০ হাজার সংগীতমোদী৷ তাদের সকলকেই দু'টি চেকপয়েন্ট দিয়ে পাশ করতে হয়েছে৷ শুক্রবারের উদ্বোধনী ম্যাচে নিরাপত্তার জন্য নিয়োগ করা হয়েছে ৯০ হাজার পুলিশ ও বেসরকারি সিকিউরিটি৷ এই বেসরকারি সিকিউরিটি টিমগুলির সদস্যদের সম্পর্কে আগে থেকে খোঁজখবর নিয়ে তাদের ৩০০ জনকে খারিজ করা হয়েছে – এ কথা জানান স্বরাষ্ট্রমমন্ত্রী বের্নার কাজন্যোভ গত বুধবার৷

প্যারিসে ইতিমধ্যেই লাখ খানেক ফ্যান এসে পৌঁছেছেন৷ সব মিলিয়ে বিশ লাখ বিদেশি ফুটবল ফ্যান ইউরো ২০১৬ চলাকালীন ফ্রান্সে আসবেন বলে মনে করা হচ্ছে৷ তবে বৃহস্পতিবার সন্ধ্যাতেই দক্ষিণের মার্সাই শহরে ইংল্যান্ড ফ্যানদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের গোলযোগ বাঁধে, পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়৷ দু'জন ব্রিটিশ ফ্যান ও চারজন পুলিশকর্মী আহত হয়েছেন, বলে প্রকাশ৷ মার্সাইতে শনিবার ইংল্যান্ডের প্রথম খেলা, রাশিয়ার বিরুদ্ধে৷

ফরাসি দল থেকে এবার করিম বেনজেমা বাদ পড়ার ফলে অলিভিয়ের জিরু এবার ফরাসি দলের স্টার হবার সুযোগ পাবেন৷ তার সাথে থাকবেন ম্যানচেস্টার ইউনাইটেড-এর অ্যান্টনি মার্শাল, বায়ার্ন মিউনিখের কিংসলে কোম্যান আর ওয়েস্টহ্যামের দিমিত্রি পাইয়ের মতো তরুণ উইংগার৷

এসি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য