দৃষ্টি এখন বুন্ডেসলিগায়
২৭ অক্টোবর ২০১২এর মধ্যে শালকে আর ডর্টমুন্ডের জয় দুটি ছিল উল্লেখযোগ্য৷ কেননা ইংল্যান্ডের মাঠে গিয়ে শালকে তাদের প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে ২-০ গোলের পরিষ্কার ব্যবধানে হারিয়েছে৷ আর ডর্টমুন্ড নিজেদের মাঠে ইউরোপের অন্যতম সেরা ক্লাব রেয়াল মাদ্রিদকে ২-১ গোলে পরাজিত করেছে৷ এর ফলে ডর্টমুন্ডের বিরুদ্ধে ‘আঞ্চলিক দল' হওয়ার যে অভিযোগ রয়েছে সেটা কিছুটা হলেও মুছেছে৷ কেননা বুন্ডেসলিগার গত দুবারের চ্যাম্পিয়ন ডর্টমুন্ড ইউরোপীয় পর্যায়ে কখনোই খুব একটা ভাল করতে পারে না বলে কদিন আগে বায়ার্নের প্রেসিডেন্ট উলি হ্যোনেস ডর্টমুন্ডকে আঞ্চলিক দল বলেছিলেন৷
তবে এবার রেয়ালকে হারিয়ে ইউরোপীয় পর্যায়েও যে ডর্টমুন্ড ভাল করতে পারে সেটা প্রমাণিত হলেও বুন্ডেসলিগার আসরে এবার ভাল করতে পারছে না ক্লাবটি৷ প্রথম আট খেলার মধ্যে তারা জিতেছে মাত্র তিনটিতে৷ এছাড়া ড্র করেছে তিনটিতে আর হেরেছে দুটিতে৷ ফলে এখনো পর্যন্ত শীর্ষ দল বায়ার্নের চেয়ে তারা ১২ পয়েন্টে পিছিয়ে রয়েছে৷ কেননা আট খেলার সবকটিতে জয় নিয়ে বায়ার্নের সংগ্রহ ২৪ পয়েন্ট৷
অন্যদিকে, পাঁচ জয়, দুই ড্র আর একটি হার নিয়ে শালকের সংগ্রহ ১৭ পয়েন্ট৷ অর্থাৎ বায়ার্নের চেয়ে পাঁচ পয়েন্ট পেছনে৷
এই পরিস্থিতিতে শনিবার ডর্টমুন্ড খেলতে নামছে ফ্রাইবুর্গের বিরুদ্ধে৷ আর শালকে ন্যুরেমব্যার্গের সঙ্গে৷ আর বায়ার্নের খেলা রবিবার বায়ার লেভারকুজেনের বিরুদ্ধে৷
এদিকে শুক্রবার বুন্ডেসলিগার একমাত্র খেলায় হামবুর্গ ২-০ গোলের জয় পেয়েছে আউগসবুর্গের বিরুদ্ধে৷ খেলার ১৩ ও ৬৩ মিনিটের মাথায় হামবুর্গের পক্ষে গোল দুটি করেন যথাক্রমে দক্ষিণ কোরীয় সন হুঙ মিন ও আরটইয়োমস রুডফেন্স৷ এর ফলে নয় খেলায় ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান আপাতত চতুর্থ৷ আর আউগসবুর্গের অবস্থান ১৬ নম্বরে৷ নয় খেলায় তাদের সংগ্রহ ছয় পয়েন্ট৷
জেডএইচ / এএইচ (ডিপিএ, এএফপি)