1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দৃষ্টি এখন বুন্ডেসলিগায়

২৭ অক্টোবর ২০১২

ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগে এবার জার্মানির তিন প্রতিনিধি বায়ার্ন মিউনিখ, বোরুসিয়া ডর্টমুন্ড আর শালকে৷ চলতি সপ্তাহে তারা প্রত্যেকেই নিজ নিজ খেলায় জয় পেয়েছে৷

https://p.dw.com/p/16Y2K
Fußball Bundesliga 9. Spieltag: FC Augsburg- Hamburger SV am Freitag (26.10.2012) in der SGL arena in Augsburg (Bayern). Augsburgs Jan Moravek (r) und Hamburgs Heiko Westermann im Kopfballduell. Foto: Karl-Josef Hildenbrand/dpa (Achtung: Hinweis zur Bildnutzung! Die DFL erlaubt die Weiterverwertung von maximal 15 Fotos (keine Sequenzbilder und keine videoähnlichen Fotostrecken) während des Spiels (einschließlich Halbzeit) aus dem Stadion und/oder vom Spiel im Internet und in Online-Medien. Uneingeschränkt gestattet ist die Weiterleitung digitalisierter Aufnahmen bereits während des Spiels ausschließlich zur internen redaktionellen Bearbeitung (z.B. via Bilddatenbanken).)
ছবি: picture-alliance/dpa

এর মধ্যে শালকে আর ডর্টমুন্ডের জয় দুটি ছিল উল্লেখযোগ্য৷ কেননা ইংল্যান্ডের মাঠে গিয়ে শালকে তাদের প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে ২-০ গোলের পরিষ্কার ব্যবধানে হারিয়েছে৷ আর ডর্টমুন্ড নিজেদের মাঠে ইউরোপের অন্যতম সেরা ক্লাব রেয়াল মাদ্রিদকে ২-১ গোলে পরাজিত করেছে৷ এর ফলে ডর্টমুন্ডের বিরুদ্ধে ‘আঞ্চলিক দল' হওয়ার যে অভিযোগ রয়েছে সেটা কিছুটা হলেও মুছেছে৷ কেননা বুন্ডেসলিগার গত দুবারের চ্যাম্পিয়ন ডর্টমুন্ড ইউরোপীয় পর্যায়ে কখনোই খুব একটা ভাল করতে পারে না বলে কদিন আগে বায়ার্নের প্রেসিডেন্ট উলি হ্যোনেস ডর্টমুন্ডকে আঞ্চলিক দল বলেছিলেন৷

তবে এবার রেয়ালকে হারিয়ে ইউরোপীয় পর্যায়েও যে ডর্টমুন্ড ভাল করতে পারে সেটা প্রমাণিত হলেও বুন্ডেসলিগার আসরে এবার ভাল করতে পারছে না ক্লাবটি৷ প্রথম আট খেলার মধ্যে তারা জিতেছে মাত্র তিনটিতে৷ এছাড়া ড্র করেছে তিনটিতে আর হেরেছে দুটিতে৷ ফলে এখনো পর্যন্ত শীর্ষ দল বায়ার্নের চেয়ে তারা ১২ পয়েন্টে পিছিয়ে রয়েছে৷ কেননা আট খেলার সবকটিতে জয় নিয়ে বায়ার্নের সংগ্রহ ২৪ পয়েন্ট৷

অন্যদিকে, পাঁচ জয়, দুই ড্র আর একটি হার নিয়ে শালকের সংগ্রহ ১৭ পয়েন্ট৷ অর্থাৎ বায়ার্নের চেয়ে পাঁচ পয়েন্ট পেছনে৷

এই পরিস্থিতিতে শনিবার ডর্টমুন্ড খেলতে নামছে ফ্রাইবুর্গের বিরুদ্ধে৷ আর শালকে ন্যুরেমব্যার্গের সঙ্গে৷ আর বায়ার্নের খেলা রবিবার বায়ার লেভারকুজেনের বিরুদ্ধে৷

এদিকে শুক্রবার বুন্ডেসলিগার একমাত্র খেলায় হামবুর্গ ২-০ গোলের জয় পেয়েছে আউগসবুর্গের বিরুদ্ধে৷ খেলার ১৩ ও ৬৩ মিনিটের মাথায় হামবুর্গের পক্ষে গোল দুটি করেন যথাক্রমে দক্ষিণ কোরীয় সন হুঙ মিন ও আরটইয়োমস রুডফেন্স৷ এর ফলে নয় খেলায় ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান আপাতত চতুর্থ৷ আর আউগসবুর্গের অবস্থান ১৬ নম্বরে৷ নয় খেলায় তাদের সংগ্রহ ছয় পয়েন্ট৷

জেডএইচ / এএইচ (ডিপিএ, এএফপি)