ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে অসততার অভিযোগ
১০ সেপ্টেম্বর ২০০৮রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরভ অভিযোগ করেছেন যে জর্জিয়ার পর্যবেক্ষক দল পাঠানোর ক্ষেত্রে ইউরোপীয়ান ইউনিয়ন নেতৃবৃন্দ রাশিয়ার সঙ্গে করা তাদের চুক্তিকে বিবেকবর্জিতভাবে বিকৃত করেছেন৷ তিনি বলেছেন, ফরাসী প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও ইউরোপীয়ান কমিশনের প্রধান হোসে মানুয়েল বারোসো জর্জিয়াতে গিয়ে যে চুক্তি করেছেন তা মস্কোতে স্বাক্ষরিত চুক্তির বিপরীত৷
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জর্জিয়াতে স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে ইইউ গোটা জর্জিয়া ভুখন্ডে তাদের পর্যবেক্ষক দল মোতায়েন করতে প্রস্তুত রয়েছে৷ কিন্তু রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন রাশিয়ার সঙ্গে ইইউর যে চুক্তি হয়েছে তাতে আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়ার বাইরে বাকী এলাকাগুলোতে ইইউ পর্যবেক্ষক দল মোতায়েন করার কথা বলা হয়েছে৷ লাভরভ ইইউ নেতৃবৃন্দের সমালোচনা করে বলেন, এটা অত্যন্ত বিবেক বর্জিত কাজ যে ইইউ ও রাশিয়ার মধ্যে যে বিষয়ে সমঝোতা হয়েছে তা জর্জিয়ান প্রেসিডেন্ট মিখাইল সাকাশভেলিকে ঠিকমত জানানো হয়নি৷ তিবলিসিতে যা হয়েছে তার কোন গুরুত্ব আমাদের কাছে নেই৷ জর্জিয়ান প্রেসিডেন্ট যে কাগজ সাংবাদিকদের দেখিয়েছেন তার প্রতি আমাদের কোন আগ্রহ নেই৷
তবে ইইউর সমালোচনা সত্বেও চুক্তি অনুযায়ী জর্জিয়ার ভুখন্ড থেকে রাশিয়া সেনাবাহিনী সরিয়ে নিচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থাগুলো৷
এদিকে ইইউর পররাষ্ট্র নীতি বিভাগের প্রধান খাভিয়ের সোলানা দাবি করেছেন রাশিয়ার বিরোধীতা সত্বেও ইইউ পর্যবেক্ষকরা সব জায়গাতে যেতে পারবে৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়াতে ইইউ পর্যবেক্ষক দল যেতে পারবে কি না সে বিষয়ে কোন কথা হয়নি ফরাসী প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও রাশিয়ান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মধ্যে৷ সোলানা বলেন, পর্যবেক্ষক দল সবজায়গাতে যেতে পারবে এ ধারণার ওপর ভিত্তি করেই তাদেরকে পাঠানো হবে৷
তবে তিনি ইইউ পার্লামেন্ট সদস্যদের জানিয়েছেন যে আপাতত রাশিয়ার সঙ্গে করা চুক্তি অনুযায়ীই ইইউ পর্যবেক্ষক দলকে মোতায়েন করা হবে৷ এ অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে জর্জিয়ার যে অংশের ভুমি নিয়ে কোন বিতর্ক নেই সেসব জায়গাতে ইইউ পর্যবেক্ষক দল কাজ করবে৷ এর দশ দিনের মধ্যে এসব জায়গা ছেড়ে চলে যাওয়ার কথা রয়েছে রাশিয়ার সেনাবাহিনীর৷ তবে রাশিয়ার বলেছে আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়া থেকে তারা সেনা সরাবে না৷ রাশিয়া আরও জানিয়ে দিয়েছে যে জর্জিয়ার এই দু প্রদেশের সঙ্গে ইতিমধ্যে তারা কূটনৈতিক সম্পর্কও চালু করেছে৷
এদিকে দক্ষিণ ওসেটিয়ার সীমান্তের কাছে রাশিয়ান সেনাদের গুলিতে জর্জিয়ার এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে৷ রাশিয়ান চেকপোস্ট থেকে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয় বলে দাবী করেছে জর্জিয়া৷ তবে রাশিয়া এ ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে৷