ইউরোপে বাংলাদেশের বিজয়ের ৪০ বছর পূর্তি অনুষ্ঠান
১৬ ডিসেম্বর ২০১১বাংলাদেশের বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে জার্মানির রাজধানী বার্লিন, বন, ফ্রাঙ্কফুর্টসহ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ শহরে অনুষ্ঠিত হচ্ছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷ ১৬ই ডিসেম্বর বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাস্কৃতিক সন্ধ্যা৷ ১৭ই ডিসেম্বর ফ্রাঙ্কফুর্ট শহরে বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজক জার্মান আওয়ামী লীগ৷ আর ১৮ই ডিসেম্বর বন শহরে বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ অ্যাকাডেমি জার্মানি৷ এছাড়া একইদিনে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বিজয় দিবসের অনুষ্ঠান করবে বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস৷
বাংলাদেশের ৪০তম বিজয় দিবসে ডয়চে ভেলের সাথে টেলিফোন আলাপচারিতায় জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মান্যবর মসুদ মান্নান বললেন, ‘‘আমি শ্রদ্ধাভরে আজকে স্মরণ করছি তাদের যারা বাংলাদেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন৷ বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার শ্রদ্ধা জানাই৷ তাছাড়া এই চল্লিশ বছরে নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে বাংলাদেশ যে আজকে একটি উজ্জ্বল অবস্থানে পৌঁছেছে সেজন্য বাংলাদেশের বর্তমান নাগরিকদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি৷ একইসাথে আমাদের এই চলার পথে যিনি প্রাথমিকভাবে দিকনির্দেশনা দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধকে একটা পরিণতির দিকে নিয়ে গিয়েছিলেন তাঁর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সেই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি৷ এছাড়া তাঁর পাশাপাশি শ্রদ্ধা জানাই বিজয়ের মাত্র দুই দিন আগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি৷''
এছাড়া প্রাগসহ ইউরোপে বিজয় দিবসের অনুষ্ঠান সম্পর্কে তিনি জানান, ‘‘বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস জার্মানি ছাড়াও আরো পাঁচটি দেশের দায়িত্বে রয়েছে৷ তার মধ্যে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এবার ৪০তম বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছি আমরা৷ এর মাধ্যমে চেক প্রজাতন্ত্রের সাথে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধির একটি প্রয়াস রয়েছে৷''
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক