1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে বাংলাদেশের বিজয়ের ৪০ বছর পূর্তি অনুষ্ঠান

১৬ ডিসেম্বর ২০১১

রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর একটি স্বাধীন সর্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ৷ বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে ইউরোপের বিভিন্ন শহরে নানা অনুষ্ঠান৷

https://p.dw.com/p/13UIZ
ফাইল ছবিছবি: Botschaft von Bangladesch, Berlin

বাংলাদেশের বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে জার্মানির রাজধানী বার্লিন, বন, ফ্রাঙ্কফুর্টসহ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ শহরে অনুষ্ঠিত হচ্ছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷ ১৬ই ডিসেম্বর বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাস্কৃতিক সন্ধ্যা৷ ১৭ই ডিসেম্বর ফ্রাঙ্কফুর্ট শহরে বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজক জার্মান আওয়ামী লীগ৷ আর ১৮ই ডিসেম্বর বন শহরে বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ অ্যাকাডেমি জার্মানি৷ এছাড়া একইদিনে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বিজয় দিবসের অনুষ্ঠান করবে বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস৷

Audioslideshow Pakistan Bangladesh Bürgerkrieg
হারিয়ে যাওয়া মুক্তিযোদ্ধারা...ছবি: AP

বাংলাদেশের ৪০তম বিজয় দিবসে ডয়চে ভেলের সাথে টেলিফোন আলাপচারিতায় জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মান্যবর মসুদ মান্নান বললেন, ‘‘আমি শ্রদ্ধাভরে আজকে স্মরণ করছি তাদের যারা বাংলাদেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন৷ বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার শ্রদ্ধা জানাই৷ তাছাড়া এই চল্লিশ বছরে নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে বাংলাদেশ যে আজকে একটি উজ্জ্বল অবস্থানে পৌঁছেছে সেজন্য বাংলাদেশের বর্তমান নাগরিকদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি৷ একইসাথে আমাদের এই চলার পথে যিনি প্রাথমিকভাবে দিকনির্দেশনা দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধকে একটা পরিণতির দিকে নিয়ে গিয়েছিলেন তাঁর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সেই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি৷ এছাড়া তাঁর পাশাপাশি শ্রদ্ধা জানাই বিজয়ের মাত্র দুই দিন আগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি৷''

Unabhängikeitsfeier in Bangladesh
শেখ মুজিবের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করছে ছোট্ট একটি ছেলেছবি: AP

এছাড়া প্রাগসহ ইউরোপে বিজয় দিবসের অনুষ্ঠান সম্পর্কে তিনি জানান, ‘‘বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস জার্মানি ছাড়াও আরো পাঁচটি দেশের দায়িত্বে রয়েছে৷ তার মধ্যে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এবার ৪০তম বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছি আমরা৷ এর মাধ্যমে চেক প্রজাতন্ত্রের সাথে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধির একটি প্রয়াস রয়েছে৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান