1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে সীমান্ত খুলতে চায় জার্মানি

২৭ মে ২০২০

আগামী ১৫ জুনের মধ্যে ইউরোপের দেশগুলোর সঙ্গে সীমান্ত খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে জার্মানি৷ ইটালির পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, সিদ্ধান্ত চূড়ান্ত হলে সেই দিনটি হবে ইউরোপের পর্যটন শিল্পের ‘ডি-ডে’৷

https://p.dw.com/p/3coxY
ছবি: imago images/F. Sorge

১৯৪৪ সালের ৬ জুন হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে একযোগে হামলা চালিয়েছিল মিত্রবাহিনী৷ ইতিহাসে সেই দিনটি ‘ডি-ডে’ হিসেবে পরিচিত৷ মঙ্গলবার এক সাক্ষাৎকারে ইটালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাইয়ো বলেছেন, ১৫ জুন থেকে জার্মানি ইউরোপের ৩১ টি দেশের সঙ্গে সীমান্ত খুলে দিলে দিনটি ইউরোপের পর্যটন শিল্পের জন্য ‘ডি-ডে'-র মতোই হবে৷

করোনা সংকট কিছুটা নিয়ন্ত্রণে আসায় ইউরোপের অনেক দেশ সীমান্ত খুলে দেয়া এবং ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা ভাবছে৷ আগামী ৩ জুন থেকে সীমান্ত খুলতে চায় ইটালি৷ স্পেন আপাতত ১ জুলাই থেকে সীমান্ত খোলার কথা ভাবছে৷

গত ১৭ মার্চ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপের দেশগুলোর সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয় জার্মানি৷ শুরু হয় আংশিক লকডাউন৷ করোনা পরিস্থিতির উন্নতির কারণে লকডাউন শিথিল করা হচ্ছে৷এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৬ টি এবং শেঙ্গেন অঞ্চলের ৪টি (আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিচেস্টাইন) মিলিয়ে মোট ৩০ টি দেশের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে জার্মানির মন্ত্রিপরিষদ৷ এ নিয়ে ভোট হবে৷  বুধবারের এ ভোট শেষে জানা যাবে জার্মানি ১৫ জুন থেকেই সীমান্ত খুলে দেবে কিনা৷

এসিবি/ কেএম (ডিপিএ, রয়টার্স, এএফপি, এপি)

১০ মে’র ছবিঘরটি দেখুন...