1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির নির্বাচনে ভোট গ্রহণ চলছে

২৪ সেপ্টেম্বর ২০১৭

জার্মানির ১৯তম জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে৷ এবার ভোটার সংখ্যা ৬ কোটি ১৫ লাখ৷ সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত৷ সর্বশেষ জনমত জরিপ বলছে, টানা চতুর্থবারের মতো চ্যান্সেলর হতে যাচ্ছেন আঙ্গেলা ম্যার্কেল৷

https://p.dw.com/p/2kam5
ছবি: picture-alliance/AP Photo/M. Schreiber

ভোটাররা প্রত্যেকে দুটি করে ভোট দিতে পারবেন৷ একটি ভোট স্থানীয় প্রার্থীকে অপরটি দলকে৷ কোনো দল মোট ভোটের ৫ শতাংশ ভোট না পেলে সেই দলের সংসদে যাওয়ার সুযোগ নেই৷ জার্মান পার্লামেন্টে ৫৯৮ আসনের মধ্যে ২৯৯টি আসনে সরাসরি নির্বাচন হবে, আর বাকি ২৯৯টি আসনে দলীয় ভোটপ্রাপ্তির শতাংশের হিসাব অনুযায়ী বিভিন্ন দলের তৈরি করা প্রার্থী তালিকা থেকে সংসদ সদস্য হবেন৷

এ মুহূর্তে ইউরোপের সবচেয়েগুরুত্বপূর্ণ নির্বাচন বলা হচ্ছে এই নির্বাচনকে৷ সাপ্তাহিক ছুটির দিন রবিবারে নির্বাচন হওয়াই এই দেশের রেওয়াজ৷ জার্মানির নির্বাচন আইন অনুযায়ী, নির্বাচন ব্যবস্থাপনার দায়িত্ব হলো জার্মানির নির্বাচন প্রশাসনের৷ নির্বাচনি প্রশাসন ইতিমধ্যেই ভোটারদের বাড়িতে ছয় সপ্তাহ আগে নির্বাচনি এলাকার নাম, ভোটকেন্দ্রের ঠিকানা ও ভোট দেওয়ার সময়সহ কার্ড পাঠিয়ে দিয়েছে৷ ভোটাররা তাঁদের কাছে পাঠানো নির্বাচনি কার্ড ও পরিচয়পত্র নির্বাচনি স্বেচ্ছাসেবীদের দেখিয়ে ভোট দিতে পারবেন৷

জার্মানির বর্তমান চ্যান্সেলর ও ক্ষমতাসীন খ্রিষ্টীয় গণতন্ত্রী বা সিডিইউ দলের নেতা আঙ্গেলা ম্যার্কেল এবারও চতুর্থবারের মতো তাঁর দলের চ্যান্সেলর প্রার্থী৷ তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সামাজিক গণতন্ত্রী দল বা এসপিডি'র নেতা ও ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সভাপতি মার্টিন শুলৎস৷ তবে এর বাইরে রয়েছে পরিবেশবাদী সবুজ দল, মুক্ত গণতন্ত্রী দল এফডিপি, বাম দল এবং কট্টর ডানপন্থি দল এএফডি৷ এবারের নির্বাচনে মোট ৬৫টি দল অংশ নিচ্ছে৷

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ক্ষমতাসীন জোট সরকারের বড় শরিক দল সিডিইউ পেতে যাচ্ছে ৩৬ শতাংশ ভোট, এসপিডি ২২ শতাংশ আর চার বছর আগে গঠিত কট্টর ডানপন্থি দল এএফডি পেতে যাচ্ছে ১০ শতাংশ ভোট৷ ইসলাম, শরণার্থী ও অভিবাসী বিরোধী জার্মানির জন্য বিকল্প বাঅল্টারনেটিভ ফর ডয়েচলান্ড নামের দলটি এবারের পার্লামেন্টে ভোট প্রাপ্তির শতাংশ হিসাবে ৭০ আসন পাবে বলে ধারণা করা হচ্ছে৷

এবারই হয়তো প্রথম নির্বাচিত দলকে ছয় দল নিয়ে পার্লামেন্ট গঠন করতে হতে পারে
এবারই হয়তো প্রথম নির্বাচিত দলকে ছয় দল নিয়ে পার্লামেন্ট গঠন করতে হতে পারে

ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভোটগণনা শুরু হবে এবং খুব দ্রুতই প্রাথমিক ফলাফল আসতে শুরু করবে৷ এবারের জাতীয় নির্বাচনটি জার্মানির জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ কেননা এখন পর্যন্ত প্রাদেশিক নির্বাচনের ফলাফল এবং নির্বাচনী জরিপ থেকে যা দেখা গেছে তা থেকে ধারণা করা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই হয়তো প্রথম নির্বাচিত দলকে ছয় দল নিয়ে পার্লামেন্ট গঠন করতে হতে পারে৷ এমনটা যদি হয়, তবে বর্তমানে যে ধরণের জোট সরকার রয়েছে তার কাঠামো ব্যাপকভাবে পাল্টে ফেলতে হবে৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, ডিডাব্লিউ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য