ইউরোপের ৫ তারকা আগে যে কাজ করতেন
ইউরোপের সংগীত জগতে তাঁরা একেকজন তারকা৷ তবে জীবনের শুরুতে পেশা হিসেবে তাঁরা এমন সব কাজ করতেন যা সমর্থকদের অবাক করে৷
আদ্রিয়ানো সেলেন্টানো
ইটালির মিলানে জন্মগ্রহণ করা এই গায়ক ও অভিনেতা স্কুলে পঞ্চম গ্রেড পর্যন্ত পড়ার পর আরে লেখাপড়া করেননি৷ এরপর তিনি ছুরি ধার করা ও গাড়ি ঠিক করার কর্মী হিসাবে কাজ করে পরিবারের অর্থ আয়ে অবদান রেখেছেন৷ পরবর্তীতে ঘড়ি নির্মাতা হিসাবে প্রশিক্ষণ নিয়ে বাবার ব্যবসায় মনোনিবেশ করেন৷ তবে ১৯ বছর বয়সে এক প্রতিযোগিতায় শিল্পী হিসেবে তাঁর প্রতিভা আবিষ্কৃত হয়৷
স্টিং
আসল নাম গর্ডন সামনার৷ ব্রিটিশ এই সংগীত শিল্পী ও গীতিকার ছোটবেলা তাঁর বাবার সঙ্গে দুধ সরবরাহের কাজ করতেন৷ এরপর একে একে নির্মাণ শ্রমিক, বাস চালক, কর কর্মকর্তা ও শিক্ষক হিসাবে কাজ করেছেন৷ অবসর সময়ে বিভিন্ন ব্যান্ডের সঙ্গে বাজাতেন তিনি৷ এরপর ১৯৭৭ সালে ‘দ্য পুলিশ’ ব্যান্ড গঠন করেন৷ অবশ্য সাত বছর পর একক শিল্পী হিসেবে ক্যারিয়ার গড়েন৷
রুডল্ফ শেঙ্কার
স্করপিয়নস ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা শেঙ্কার যখন ১৯৬৫ সালে ব্যান্ডটির যাত্রা শুরু করেন তখন তিনি ইলেকট্রিশিয়ান হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন৷ এরপর ফটোগ্রাফির উপর প্রশিক্ষণ নিয়ে ব্যান্ড পরিচালনার ব্যয় মেটাতে তাঁর এই প্রতিভা ব্যবহার করেন৷
ডিজে বোবো
সুইজারল্যান্ডের সংগীত জগতের অন্যতম সফল তারকা বোবো আশির দশকে রুটি বানানোর কারিগর (বেকার) হিসেবে প্রশিক্ষণ নেন৷ যদিও পরবর্তীতে তিনি একে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেন৷ সেটি না করে ১৫ বছর বয়সেই তাঁর স্বপ্নপূরণের কাজ শুরু করা উচিত ছিল বলেও জানান তিনি৷
টিল লিন্ডেমান
জার্মানির অন্যতম বিশ্বখ্যাত ব্যান্ড রামশ্টাইন-এর অন্যতম প্রতিষ্ঠাতা লিন্ডেমান আশির দশকে ঝুড়ি বোনার কাজ করতেন৷ সেটা করে ভালই আয়, রোজগার হতো তাঁর৷ তবে দুই জার্মানির পুনরেকত্রীকরণকে ঘিরে কয়েক বছর ধরে চলা ঘটনার প্রেক্ষিতে রামশ্টাইন ব্যান্ডের জন্ম৷