ইউরোভিশনে সেরা আজারবাইজানের এল-নিকি জুটি
১৫ মে ২০১১বিশ্বের বৃহত্তম টেলিভিশন অনুষ্ঠানগুলোর অন্যতম ইউরোভিশন৷ এ বছর ইউরোপ এবং ইউরোপের বাইরের মোট ৪৩টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেন পপ তারকাদের এই বার্ষিক আসরে৷ তাদের মধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ২৫টি দেশ৷ ইউরোভিশনের ২০১১ আসরে চতুর্থবারের মতো অংশগ্রহণ করল আজারবাইজান৷ আর তাতেই বাজিমাত করল এল-নিকি জুটি৷
দ্বিতীয় হয়েছে ইটালি৷ তৃতীয় স্থানে সুইডেন এবং সর্বনিম্ন অবস্থানে সুইজারল্যান্ড৷ ইউরোভিশনের ৫৬তম আসরে নিজেদের সেরা হিসেবে ঘোষণা আসার পর আনন্দে ফেটে পড়েন এলডার গ্যাসিমভ৷ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘‘ধন্যবাদ, আমরা তোমাদের খুব ভালোবাসি৷ স্রষ্টাকে এবং আমার দাদাকে ধন্যবাদ৷ আমাদের স্বপ্ন সত্য হয়েছে৷ প্রথম দিন থেকেই আমি বিশ্বাস করতাম যে, আমরা এটা অর্জন করবো৷ বিশ্ব আরো বেশি করে প্রকৃত ভালোবাসা চায়৷'' ২০ বছর বয়সি নিগার জামাল নিকির উচ্ছ্বাস, ‘‘আমাদের দেশের মানুষ কতোটা আনন্দ অনুভব করছে তা আমরা খুব সামান্যই বুঝতে পারছি৷''
যাহোক, ২০১০ আসরের সেরা শিল্পী জার্মানির লেনা লড়াই করছিল টানা দ্বিতীয়বারের মতো সেরা হওয়ার জন্য৷ তবে শেষ পর্যন্ত এবার লেনার অবস্থান দশের ঘরে৷ এছাড়া এল-নিকি জুটিকে লড়তে হয়েছে আইরিশ জেডওয়ার্ড এবং ফরাসি সংগীত প্রতিভা অ্যামোরি ভাসিলির মতো শক্ত প্রতিদ্বন্দ্বীদের সাথে৷ দর্শকদের ভোট এবং পাঁচ জন বিচারকের রায়ে মোট ২২১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হলো এল-নিকি জুটি৷
ইউরোভিশনের ঐতিহ্য অনুসারে আগামী আসর বসতে যাচ্ছে এবারের বিজয়ী দেশ আজারবাইজানে৷ ইউরোভিশনে এ পর্যন্ত ইংরেজি ভাষার ২৩ টি গান সেরা হলো৷ ফরাসি গান সেরা পুরস্কার পেয়েছে ১৪ বার৷ এছাড়া ডাচ এবং হিব্রু ভাষার গান সেরা হয়েছে তিনবার করে৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: জাহিদুল হক