ইউরোর সময় মাঠে বিয়ারের গ্লাস ছোড়ায় যত জরিমানা
ইউরো ২০২৪ জমে উঠেছে৷ অনেক ম্যাচে দর্শকদের গ্যালারি থেকে মাঠে বিয়ারের খালি গ্লাস, কৌটা ইত্যাদি ছুড়তে দেখা গেছে৷ এজন্য জরিমানা গুণতে হচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনকে৷
জামানত নিয়ে নেই ভাবনা!
স্টেডিয়ামে ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে আসা দর্শকেরা বিয়ার কিনলে গ্লাসের জামানত হিসাবে নেয়া হচ্ছে তিন ইউরো৷ এরপরও উদ্বেগ নেই দর্শকদের৷ দলের জয় উদযাপন কিংবা দলের প্রতি বিরক্তি প্রকাশ করতে গিয়ে সেই বিয়ারের গ্লাসগুলো ছুড়ে ফেলা হচ্ছে মাঠে৷ বিষয়টি যেমন দৃষ্টিকটু, তেমনি সেটি খেলোয়াড়দের প্রতি অসম্মানও৷
জরিমানা
ইউরো ২০২৪-এর গ্রুপ পর্বের ম্যাচগুলো থেকে মোট ১২ লাখ ইউরো বা ১২ কোটি টাকারও বেশি জরিমানা আদায় করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা৷ এর মধ্যে সাত লাখ ১৯ হাজার ৩৭৫ ইউরো বা প্রায় নয় কোটি টাকা জরিমানা করা হয়েছে মাঠে বিয়ারের খালি গ্লাসসহ বিভিন্ন উপকরণ ফেলার কারণে৷
প্রথম দিন থেকেই শুরু
এবারের ইউরোর প্রথম ম্যাচে স্বাগতিক জার্মানির মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড৷ ৫-১ গোলের বড় ব্যবধানে ফুটবলের পরাশক্তি জার্মানির কাছে বিধ্বস্ত হয় তারা৷ ক্ষুব্ধ দর্শকেরা মাঠে ছুড়ে মারেন বিয়ারের খালি গ্লাস৷ দর্শকদের দায় মাথায় নিয়ে উয়েফার কাছে জরিমানা গুণতে হয়েছে স্টকল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনকে৷ গ্রুপ পর্বের ৩৬ ম্যাচের মধ্যে ২৫টিতে দেখা গেছে এই দৃশ্য৷
জরিমানায় এগিয়ে ক্রোয়েশিয়া ও সার্বিয়া
যে ২৫টি ম্যাচে গ্লাস ছোড়া হয়েছে তার মধ্যে সাতটি ম্যাচে দুই পক্ষকেই গুণতে হয়েছে জরিমানা৷ গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচে অংশ নিয়েছে৷ প্রতিটি ম্যাচের জরিমানা দিতে হয়েছে হাঙ্গেরি, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া এবং সার্বিয়াকে৷ বিয়ারের গ্লাস ছোড়ার কারণে এককভাবে সবচেয়ে বেশি এক লাখ ৩৩ হাজার ১২৫ ইউরো জরিমানা দিয়েছে সার্বিয়া৷ সবমিলিয়ে বেশি অর্থাৎ দুই লাখ ২০ হাজার ৮৭৫ ইউরো গুণতে হয়েছে ক্রোয়েশিয়াকে৷
জরিমানা গুণতে হয়নি যাদের
এখন পর্যন্ত দর্শকের আচরণে জরিমানা গুণতে হয়নি তিনটি দেশকে৷ এগুলো হলো: ফ্রান্স, স্লোভাকিয়া ও স্পেন৷ ৪ জুলাই পর্যন্ত এই তিন দেশের দর্শকেরা খেলার মাঠে বসে ভদ্রলোকের পরিচয় দিয়েছে৷