ইটালি, ভ্যাটিকান সফরে জেলেনস্কি
১৩ মে ২০২৩ইউক্রেন যুদ্ধ চলাকালে ইউরোপের বেশ কয়েকটি দেশেই সফরে এসেছেন জেলেনস্কি। কিন্তু ইটালি সফরের বিশেষ গুরুত্ব বুঝতে পারছেন জেলেনস্কিও। রোমে পৌঁছেই একটি টুইট করেছেন তিনি৷
তিনি লিখেছেন, ‘‘আজ রোমে৷ আমি ইটালির প্রেসিডেন্ট সের্গিও মাত্তারেলা, প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং পোপের সঙ্গে বৈঠক করব৷ ইউক্রেনের জয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সফর৷’’
ইউক্রেনে শান্তি ফেরাতে প্রয়োজনীয় সবকিছু করতে নিজের সম্মতির কথা আগেই জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস৷ এ বছরের ৩০ এপ্রিল হাঙ্গেরি সফরে গিয়ে তিনি বলেছিলেন, ‘‘(রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) এ বিষয়ে একটি উদ্যোগ চলমান আছে, তবে এখনও সেটা জনসমক্ষে প্রকাশ করা হয়নি৷’’
সেদিন এর বেশি কিছু অবশ্য বলতে রাজি হননি পোপ৷ তাই জেলেনস্কির সঙ্গে পোপের বৈঠকটিও আলাদা গুরুত্ব পাচ্ছে৷
এ সপ্তাহের শুরুতে, ভ্যাটিকানে রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার আভদেবের সঙ্গেও দেখা হয়েছিল ফ্রান্সিসের৷ ইটালীয় সংবাদপত্র ইল মেসাগেরো জানিয়েছে, বিদায়ী রাষ্ট্রদূতের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের কাছে চিঠি পাঠিয়েছে ভ্যাটিকান৷
শান্তির জন্য বরাবরই আহ্বান জানিয়ে আসছিলেন পোন্টিফ৷ কিন্তু কিয়েভ এবং মস্কোর মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও, তার প্রস্তাবটিতে এখনও তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি৷
এদিকে, গুঞ্জন রয়েছে রোম সফর শেষে জার্মানি আসতে পারেন জেলেনস্কি৷ তবে বিষয়টি এখনও কোনো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি৷
ইউক্রেনে জার্মানির সামরিক সহায়তা
ইউক্রেনকে আরো তিনশো কোটি ডলার সমপরিমাণ অর্থের সামরিক সহযোগিতা দিতে যাচ্ছে জার্মানি৷ শনিবার জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জার্মানির পক্ষ থেকে এটি এ যাবতকালের সবচেয়ে বড় সহযোগিতা৷
সহযোগিতা প্যাকেজের মধ্যে রয়েছে, ২০টিরও বেশি মার্ডের ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিক্যাল, ৩০টি লিওপার্ড-ওয়ান ট্যাংক এবং চারটি আইআরআইএস-টি-এসএলএম এয়ার ডিফেন্স সিস্টেম৷
এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, ‘‘আমরা সবাই আশাকরি, ইউক্রেনের জনগণের বিরুদ্ধে রাশিয়ার এই ভয়ঙ্কর যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবে৷ কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এমন কোনো কিছু এখনও দৃশ্যমান নয়। এ কারণে যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত যতটা সম্ভব সাহায্য করে যাবে জার্মানি৷’’
জার্মানি গত বছরও ইউক্রেনকে দুই বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দিয়েছিল৷
মানসিকভাবে হেরে গেছে রাশিয়া: জেলেনস্কি
শুক্রবার রাতে দেয়া ভাষণে জেলেনস্কি বলেন, পরাজয়ের জন্য রাশিয়ানরা প্রস্তুত রয়েছেন৷
তিনি বলেন, ‘‘এরমধ্যেই চলমান এই যুদ্ধে মানসিকভাবে হেরে গেছেন রাশিয়ানরা৷ এখন তাদেরকে প্রতিনিয়ত চাপের মধ্যে রাখতে হবে৷’’
ইউক্রেন দাবি করেছে, বাখমুতের কাছে রুশ বাহিনীর কাছ থেকে বেশ কিছু ভূমি পুনরুদ্ধার করেছে৷ শুক্রবার মস্কো স্বীকার করেছে, তাদের বাহিনী শহরের উত্তরের দিকে ফিরে গেছে৷
টিএম/এডিকে (এএফপি, ডিপিএ, রয়টার্স)