1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালি, স্পেনের পথ ধরলো জার্মানি

২৭ জুন ২০১৮

এর আগের দুই বিশ্বকাপে একই ঘটনা ঘটেছে৷ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছিল৷ ২০০৬ সালের ইটালি আর ২০১০ সালের স্পেনের পর এবার সেই পথ মাড়ালো জার্মানি৷

https://p.dw.com/p/30Ptx
ছবি: Reuters/M. Dalder

রাশিয়ার কাজানে দক্ষিণ কোরিয়ার সঙ্গে গ্রুপ এফ-এর শেষ ম্যাচে ২-০ গোলে হেরে গেছে জার্মানি৷ প্রথম গোলটি আসে ৯২ মিনিটে৷ করেন কিম ইয়ং-গুয়ন৷ অবশ্য অফসাইডের কারণ দেখিয়ে প্রথমে গোলটি বাতিল করে দিয়েছিলেন রেফারি৷ পরে ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে গোলের সিদ্ধান্ত দেন তিনি৷

কোরিয়ার পক্ষে দ্বিতীয় গোলটি করেন সন৷

FIFA Fußball-WM 2018 in Russland | Deutschland vs. Südkorea | (0:2)
ছবি: Getty Images/AFP/S. Khan

ম্যাচে বল দখলে এগিয়ে ছিল জার্মানরা৷ গোল করার মতো কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিলেন তাঁরা৷ কিন্তু কোরীয় গোলরক্ষক জো হিয়ন ও-কে পরাস্ত করতে ব্যর্থ হন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা৷ খেলা শেষে জার্মান ডিফেন্ডার হুমেলস বলেন, ‘‘আমরা গোলের অনেক সুযোগ পেয়েছিলাম৷ আমিও ৮৬ মিনিটের সময় একটা সুযোগ পেয়েছিলাম৷ আমার সেই গোলটা করা উচিত ছিল৷’’

অতিরিক্ত সময়ে দুটি গোল পাওয়ার আগে দক্ষিণ কোরিয়াও কয়েকবার জার্মান ক্যাম্পে আতঙ্ক ছড়াতে সমর্থ হয়৷ 

২০১২ সালের পর প্রথমবারের মতো টোমাস ম্যুলারকে বেঞ্চে বসিয়ে ম্যাচ শুরু করেছিলেন কোচ ল্যোভ৷

কোরিয়ার সঙ্গে হারের কারণে গ্রুপের শেষ দল হয়েছে জার্মানি৷

FIFA Fußball-WM 2018 in Russland | Deutschland verliert gegen Südkorea - Enttäuschung
ছবি: Reuters/P. Olivares

১৯৩৮ সালের পর এবারই প্রথম গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিকে

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জার্মানির পরাজয়ে দুঃখ পেয়েছেন৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘দুঃখজনক৷ আমরা আজ সবাই অসুখী৷’’

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FAngelaMerkel%2Fposts%2F10155439619017050&width=500" width="500" height="198" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allow="encrypted-media"></iframe>

আর জার্মান জাতীয় দলের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এভাবে৷

ম্যাচ শেষে জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ জার্মানির জেডডিএফ টেলিভিশনকে জানান, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হারের কথা তিনি ভাবতেও পারেননি৷ কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় এখন নয় বলেও মন্তব্য করেন তিনি৷ ‘‘আগামীকাল আমাদের আলোচনা করতে হবে৷ দেখি কী হয়,’’ বলেন তিনি৷

বুধবার একইসঙ্গে গ্রুপ এফ-এর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে৷

জার্মানি-দক্ষিণ কোরিয়া ছাড়াও একই সময়ে মাঠে নেমেছিল গ্রুপ এফ এর অন্য দুটি দল মেক্সিকো আর সুইডেন৷ সেই খেলায় মেক্সিকোর বিরুদ্ধে তিন গোলের জয় পায় সুইডেন৷ তবে হেরেও সুইডেনের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে চলে গেছে মেক্সিকো৷ সুইডেনের পক্ষে প্রথম গোলটি করেন আউগুসটিনসন৷ খেলার তখন ৫০ মিনিট৷ পরের গোলটি আসে পেনাল্টি থেকে৷ এবার গোলদাতা গ্রানকভিস্ট৷ আর তিন নম্বর গোলটি সুইডেনের কারও কাছ থেকে আসেনি৷ কারণ মেক্সিকোর আলভারেজ নিজেই নিজেদের গোলে বল ঢুকিয়ে দেন৷

মেক্সিকোর সঙ্গে জয় পাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সুইডেন৷ আর মেক্সিকো হয়েছে দ্বিতীয়৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এপি, এএফপি)