ইটালিতে আশ্রয় চাইলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত!
৩ জানুয়ারি ২০১৯দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, রোমের দূতাবাস থেকে পালিয়ে ইটালি সরকারের কাছে আশ্রয় চেয়েছেন এ কূটনীতিক৷ তবে উত্তর কোরিয়ার এ রাষ্ট্রদূতের আশ্রয় চাওয়ার বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছে ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয়৷
দক্ষিণ কোরিয়ার আইনজীবী কিম মিন-কি জানান, ২০১৭ সালের অক্টোবর মাসে রোমে নিযুক্ত উত্তর কোরিয়ার ভারপ্রাপ্ত এ রাষ্ট্রদূতের মেয়াদ গত নভেম্বরে শেষ হওয়ার কথা ছিল৷ নভেম্বর মাসের প্রথম দিকেই তিনি পরিবারসহ পালিয়ে যান৷ তবে নিখোঁজ রাষ্ট্রদূতের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করেননি তিনি৷ দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে রাষ্ট্রদূত ইয় জং গিলের আশ্রয় চাওয়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর পরই গণমাধ্যমের সাথে এ বিষয়ে কথা বলেন এ আইনজীবী৷
সৌলের কূটনীতিকদের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, রোমে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পরিবারসহ ইউরোপের একটি দেশে আশ্রয় চেয়েছেন৷ ইয়ংআং ইলবো নামে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রদূত ইয় জং গিলকে তাঁর মেয়াদ শেষে ডিসেম্বর মাসে দেশে ফেরত আসতে বলা হলে তিনি ইউরোপের একটি দেশে পরিবারসহ আশ্রয়ের আবেদন করেন৷
পত্রিকাটি আরো বলছে, আশ্রয় আবেদনের পর এ রাষ্ট্রদূতকে নিরাপদ অবস্থানে সরিয়ে নিয়েছে ইটালি৷ তবে এ বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই জানিয়ে ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, উত্তর কোরিয়া নতুন রাষ্ট্রদূত পাঠাবে বলে জানিয়েছে৷এর আগে ২০১৬ সালে যুক্তরাজ্যে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়ায় আশ্রয় চেয়েছিলেন৷