ইটালিতে সেরা নাদুসনুদুস সুন্দরী প্রতিযোগিতা
২ আগস্ট ২০১০বিউটি কুইন মনোনীত হলেন ১৭০ কিলোগ্রাম ওজনের পুষ্ট দেহের আঞ্জেলা স্কগনামিলিও৷ তাঁকে দেওয়া হলো ‘মিস চাবি' পদক৷ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ইটালির পিসা শহরের কাছে টাসক্যানি অঞ্চলের ফোরকোলি গ্রামে৷ ৩০ জন প্রতিযোগীকে হারিয়ে বিউটি কুইন হলেন নেপলস শহরের এই রানী৷ এই খেতাব জয় করে খুবই উচ্ছ্বসিত ৩৩ বছর বয়সি স্কগনামিলিও৷ বললেন, ‘‘আমি যেন বিশাল অঙ্কের লটারি জয় করে ফেলেছি৷''
২০ টি পর্যায়ে অনুষ্ঠিত হয় এই জমকালো প্রতিযোগিতা৷ আর তাতে অংশগ্রহণের শর্তই ছিল, ওজন হতে হবে একশ' কেজির বেশি৷ স্থানীয় একটি হোটেলে প্রায় আড়াই হাজার দর্শকের সামনে গায়ে গাউন চড়িয়ে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করেন গোলগাল নাদুসনুদুস সুন্দরীরা৷ তবে যারা আরো একটু বেশি কিছু দেখাতে চান, তারা শুধু অন্তর্বাস পরেই হাজির হলেন মঞ্চে৷ মূলত অতিরিক্ত স্বাস্থ্য নিয়ে যারা বিড়ম্বনার শিকার তাঁদের জন্য একটু স্বস্তি ফেরাতেই ছিল এই আয়োজন৷ একইসাথে লিকলিকে ফিগার বানাতে সচেষ্ট সুন্দরীদের বিরুদ্ধেও এ যেন এক প্রতিশোধ৷
বিজয়িনীর জন্য পুরস্কার বিশাল আকারের একটা কেক যা সকলের সঙ্গে ভাগ করে খাওয়া যায়৷
এই ব্যতিক্রমী সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মারিলেনা আমাতো বললেন, ‘‘আমরা যখন বাসে উঠি, তখন অন্যরা একে-অপরের দিকে চাওয়া-চাওয়ি করে, ফিসফিস করে হাসি-তামাশা করি৷ এমনকি সমুদ্র সৈকতে গিয়েও দেখি একই অবস্থা৷'' অপর প্রতিযোগী আন্তোনিয়া বার্তোলো বলেন, ‘‘আমরা অনেক ধরণের বৈষম্যের শিকার৷ মনে হয়, আমরা যেন দ্বিতীয় শ্রেণীর মানুষ৷'' মিলানে সেবিকা হিসেবে কাজ করেন ৩৭ বছর বয়সি বার্তোলো৷ তাঁর কথায়, ‘‘বিনোদনের পাশাপাশি একই ধরণের সমস্যা আর বঞ্চনার যারা শিকার তাদের সাথেও দেখা, পরিচয় এবং মত বিনিময়ের সুযোগ হলো এই প্রতিযোগিতায় এসে৷''
আর এর মাধ্যমে নারীর অন্যরকম সৌন্দর্য তুলে ধরা হয়েছে বলে মনে করেন উদ্যোক্তা জিয়ানফ্রাঙ্কো লাজ্জেরেশি৷ ‘‘সৌন্দর্যের সংজ্ঞা কেন কারো দ্বারা এককভাবে নিয়ন্ত্রতি হবে? বরং সৌন্দর্য সম্পর্কে একটি নতুন বার্তা পৌঁছে দিয়েছি আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে,'' বলেন লাজ্জেরেশি৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক