1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালির ‘মাফিয়া বস' মেসিনার হাসপাতালে মৃত্যু

২৫ সেপ্টেম্বর ২০২৩

৩০ বছর পালিয়ে থাকার পর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ইটালির ‘মাফিয়া বস' মাত্তিও মেসিনা দেনারো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

https://p.dw.com/p/4WlcQ
Italien Palermo | Mafiaboss festgenommen - Matteo Messina Denaro
৩০ বছর পালিয়ে থাকার পর চলতি বছরের জানুয়ারি মাসে পুলিশের হাতে ধরা পড়েন ইটালির ‘মাফিয়া বস’ মাত্তিও মেসিনা দেনারো৷ ছবি: Carabinieri/AP/picture alliance

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে সোমবার এ তথ্য জানায় রয়টার্স৷ খবরে বলা হয়, কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন ইটালি দক্ষিণের সিসিলি দ্বীপের এই মাফিয়া নেতা৷

কয়েক দশক ধরে ইটালির মাফিয়া জগতে আধিপত্য বিস্তার করা মেসিনোকে আইনজীবীরা অবশ্য পশ্চিম সিসিলির কোসা নস্ত্রা মাফিয়া দলের প্রধান হিসেবেই বর্ণনা করছেন৷

খুব অল্প বয়স থেকে মাফিয়া দলের সাথে জড়িয়ে পড়েন মেসিনা দেনারো৷ একবার নাকি তিনি বলেছিলেন যে, তার হাতে নিহত ব্যক্তিদের দিয়ে একটি কবরস্থান ভরে ফেলা যাবে৷

বছরের পর বছর ধরে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলেও এই ‘মাফিয়া বস' ছিলেন পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে৷ তার উল্রেখযোগ্য অপরাধকর্মগুলোর মধ্যে রয়েছে ১৯৯২ সালে মাফিয়াবিরোধী আইনজীবী গিওভানি ফালকোনে এবং পাওলো বোরসিলেনাকে হত্যা৷ ওই হত্যাকাণ্ডের পর সিসিলিয়ান মাফিয়াদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ৷

১৯৯৩ সালে ইটালির মিলান এবং ফ্লোরেন্সে বোমা হামলার সাথেও জড়িত ছিলেন এই মাফিয়া বস৷ সেই ঘটনায় নিহত হয়েছিলেন ১০জন৷ গিওসেপ্পে দি মাত্তেও নামে ১২ বছরের এক শিশুকে অপহরণও করেছিলেন মেসিনো৷  ওই শিশুর বাবা যেন মাফিয়াদের বিরুদ্ধে আদালতে কোনো সাক্ষ্য-প্রমাণ পেশ না করেন সেজন্য তাকে অপহরণ করা হয়৷ শেষ পর্যন্ত শিশুটিকে হত্যা করে মেসিনোর মাফিয়া বাহিনী৷

তার বিষয়ে তথ্য প্রকাশিত হতে থাকলে ১৯৯৩ সালে গোপন স্থানে চলে যান মেসিনো৷

তাকে ‘লাস্ট গডফাদার' আখ্যা দিয়েছে ইটালির সংবাদমাধ্যম৷ সিসিলির রাজধানী পালেরমোর একটি বেসরকারি হাসপাতালে গত ১৬ জানুয়ারি পুলিশের হাতে আটক হলেও মাফিয়াদের বিষয়ে কোনো তথ্য দেননি তিনি৷

ইটালির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২০ সালে এবং ২০২২ সালে দুইবার তিনি অস্ত্রোপচার করিয়েছিলেন৷ পুলিশের চোখ এড়াতে সেই সময় তিনি ছদ্মবেশ ধারণ করে চিকিৎসা নিয়েছিলেন বলে জানা গেছে৷ পুলিশের হাতে ধরা পড়ার আগে তার স্বাস্থ্যের আরো অবনতি হয়৷

সিসিলির কাস্তেলভেত্রানো শহরে ১৯৬২ সালে জন্ম নেন এই মাফিয়া নেতা৷ তার বাবাও ছিলেন মাফিয়া৷ ছোটবেলা থেকেই বাবাকে অনুসরণ করতে থাকেন তিনি৷ ১৫ বছর বয়সে অস্ত্র হাতে যোগ দেন মাফিয়াদের দলে৷ পুলিশ জানায়, ১৮ বছর বয়সে তিনি প্রথম হথ্যাকাণ্ড ঘটান৷

অসংখ্য মামলায় অভিযুক্ত মেসিনা দেনারোকে যাজ্জীবনর কারাদণ্ড দিয়েছিল আদালত৷

বিয়ে না করা মাফিয়া বসের বেশ কয়েকজন প্রেমিকা ছিল বলে জানা গেছে৷ নিজের একটি কন্যা থাকলেও তার সাথে কখনো দেখা হয়নি বলে খবরে জানানো হয়৷ 

আরআর/এসিবি (রয়টার্স)