ইতালি আর স্পেনে স্বস্তির আভাস
১৮ মে ২০২০করোনা ভাইরাসে মৃত্যুর হার কমছে ইউরোপে৷ ফলে লকডাউনের কড়াকড়ি শিথিল হচ্ছে৷ ধীরে ধীরে খুলছে হোটেল, রেস্তোরাঁ, বার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপাসনালয়৷
ইতালি এবং ভ্যাটিকান লকডাউনের নিয়ম শিথিল করার অংশ হিসেবে গির্জা খুলে দিয়েছে৷ উচ্চ মৃত্যুহারের জন্য ইউরোপের মধ্যে সবার আগে লকডাউন করা দেশটিতে দোকানপাট, রেস্তোরাঁ, বার খুলেছে৷ তবে পাশাপাশি নতুন সংক্রমনের খবরও আসছে৷ তাই জনসাধারণকে সব জায়গায় যে নিয়মগুলো মানতে হবে তা বিস্তারিতভবে জানিয়ে ১২০ পৃষ্ঠার এক পুস্তিকা প্রকাশ করেছে ইতালি সরকার৷
অন্যদিকে গত দুই মাসে প্রথমবারের মতো একদিনে একশ'রও কম মানুষ সংক্রমিত হয়েছে স্পেনে৷ ফলে ২৭ হাজারেরও বেশি মানুষ করোনায় মারা যাওয়া দেশটিতেও দোকানপাট, রেস্তোরাঁ, বার, স্কুল, উপাসনালয় স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে খুলে দেওয়া হচ্ছে৷
এছাড়া মাঠে ফুটবলও গড়াতে শুরু করেছে৷ সোমবার থেকে ১০ জনের ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে প্রশিক্ষণ শুরু করেছে স্প্যানিশ ক্লাবগুলো৷
এসিবি/কেএম (এসপি, রয়টার্স)
৬ মে’র ছবিঘরটি দেখুন...