1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইতালি আর স্পেনে স্বস্তির আভাস

১৮ মে ২০২০

সারা বিশ্বে করোনায় সংক্রমিতের সংখ্যা ৪৮ লাখ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে তিন লাখ ১৭ হাজারেরও বেশি মানুষের৷ তবে ইউরোপের দেশগুলোতে, বিশেষ করে ইতালি আর স্পেনে স্বস্তি ফিরছে৷

https://p.dw.com/p/3cPpl
ইতালির মিলানের দৃশ্যছবি: Getty Images/AFP/M. Medina

করোনা ভাইরাসে মৃত্যুর হার কমছে ইউরোপে৷ ফলে লকডাউনের কড়াকড়ি শিথিল হচ্ছে৷ ধীরে ধীরে খুলছে হোটেল, রেস্তোরাঁ, বার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপাসনালয়৷

ইতালি এবং ভ্যাটিকান লকডাউনের নিয়ম শিথিল করার অংশ হিসেবে গির্জা খুলে দিয়েছে৷ উচ্চ মৃত্যুহারের জন্য ইউরোপের মধ্যে সবার আগে লকডাউন করা দেশটিতে দোকানপাট, রেস্তোরাঁ, বার খুলেছে৷ তবে পাশাপাশি নতুন সংক্রমনের খবরও আসছে৷ তাই জনসাধারণকে সব জায়গায় যে নিয়মগুলো মানতে হবে তা বিস্তারিতভবে জানিয়ে ১২০ পৃষ্ঠার এক পুস্তিকা প্রকাশ করেছে ইতালি সরকার৷

অন্যদিকে গত দুই মাসে প্রথমবারের মতো একদিনে একশ'রও কম মানুষ সংক্রমিত হয়েছে স্পেনে৷ ফলে ২৭ হাজারেরও বেশি মানুষ করোনায় মারা যাওয়া দেশটিতেও দোকানপাট, রেস্তোরাঁ, বার, স্কুল, উপাসনালয় স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে খুলে দেওয়া হচ্ছে৷

এছাড়া মাঠে ফুটবলও গড়াতে শুরু করেছে৷ সোমবার থেকে ১০ জনের ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে প্রশিক্ষণ শুরু করেছে স্প্যানিশ ক্লাবগুলো৷

এসিবি/কেএম (এসপি, রয়টার্স)

৬ মে’র ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য