ইতিহাস গড়লেন বারাক ওবামা
৫ নভেম্বর ২০০৮সব জল্পনা-কল্পনা এবং উত্তেজনার অবসান ঘটিয়ে ডেমোক্র্যাট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৷ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান-আমেরিকান প্রেসিডেন্ট হলেন বারাক ওবামা৷
ইলেক্টোরাল কলেজ ভোটে ওবামা পেয়েছেন ৩৩৮ ভোট এবং রিপাবলিকান জন ম্যাককেইনপেয়েছেন ১৬৩ ভোট৷ এছাড়া পপুলার ভোটে ম্যাককেইন পেয়েছেন শতকরা ৪৮ ভাগ ভোট এবং ওবামা পেয়েছেন শতকরা৫১ভাগ ভোট৷
নিউ মেক্সিকো, ওহাইয়ো, নিউইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার, আইওয়া, পেনসিলভেনিয়ায় প্রথম থেকেই এগিয়ে যান ওবামা৷ অন্যদিকে লুজিয়ানা,ওয়েস্ট ভার্জিনিয়া ও টেক্সাসে এগিয়ে ছিলেন ম্যাককেইন৷ হোয়াইট হাউসে যাবার ক্ষেত্রে ওহাইয়োকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে দেখা হয়৷ এখন পর্যন্ত যতজন রিপাবলিকান প্রেসিডেন্ট হয়েছেন, তারা সবাই ওহাইয়োতে জিতে হোয়াইট হাউসে গেছেন৷ ডেমোক্র্যাট ওবামার ক্ষেত্রেও তাই ঘটলো৷
ফলাফল ঘোষণার পর যুক্তরাষ্ট্রে এমন অভুতপূর্ব বিজয়ে আনন্দ ছড়িয়ে পরে সর্বত্র ৷
পরাজয় মেনে নিয়েছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন৷ স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট ওবামাকে৷ বিদায়ী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও স্বাগত জানিয়েছেন তাঁকে৷
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন৷ তালিকাভুক্ত মার্কিন ভোটারের সংখ্যা ছিল ১৫৩ মিলিয়ন৷ যুক্তরাষ্ট্রে ১৯৬০ সালের পরে হওয়া কোন নির্বাচনে এবারই প্রথম প্রায় ১৫৩ মিলিয়ন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন ৷ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য্য ধরে ভোটাররা মঙ্গলবার ভোট দেন৷ বিভিন্ন বয়সের মানুষের যেমন ভীড় ছিল, তেমনই দেখা গেছে বিভিন্ন রং-এর মানুষও৷ প্রায় ২৯মিলিয়ন আমেরিকান আগাম ভোট দিয়েছেন৷
এদিকে মঙ্গলবারও শেষ মুহুর্তের প্রচারণা চালিয়েছেন বারাক ওবামা ও জন ম্যাককেইন৷ বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা ভোট দেন নিজ শহর শিকাগোতে ৷অন্যদিকে জন ম্যাককেইন ও সিন্ডি ম্যাককেইন ভোট দেন নিজ রাজ্য আ্যারিজোনায়৷
শুধু যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বের অন্যান্য দেশে অবস্থানরত আমেরিকানরাও ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে৷ এইসব আ্যাবসেন্টি ভোটারের অধিকাংশও প্রথম থেকেই সমর্থন দেন বারাক ওবামাকে৷