1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইনচন-এর এশিয়ান গেমসে ভারতের ‘অভিনব’ প্রয়াস

৯ সেপ্টেম্বর ২০১৪

দক্ষিণ কোরিয়ার ইনচন-এ এ মাসে শুরু হচ্ছে ১৭তম এশিয়ান গেমস৷ ১৬ দিনের এই স্পোর্টস এক্সট্রাভ্যাগাঞ্জায় আসছেন দশ হাজার অ্যাথলিট, তাদের মধ্যে এক ব্যতিক্রমী ভারতীয় শুটার: অভিনব বিন্দ্রা৷

https://p.dw.com/p/1D8lA
ভারতীয় শুটার অভিনব বিন্দ্রাছবি: AP

১৯শে সেপ্টেম্বর থেকে ৪ঠা অক্টোবর৷ ২৮টি অলিম্পিক এবং আটটি অলিম্পিক-বহির্ভূত স্পোর্ট৷ সব মিলিয়ে ৪৩৯টি স্বর্ণপদক৷ তার মধ্যে ১০ মিটার দূরত্ব থেকে এয়ার রাইফেল শুটিং – যে ইভেন্টে ভারতের আজ ৩১ বছর বয়সি অভিনব বিন্দ্রা বেইজিং অলিম্পিকে সোনা জেতার পর লন্ডন অলিম্পিকে ফাইনালের জন্য কোয়ালিফাই করতে ব্যর্থ হন; কিন্তু এ বছর গ্লাসগোর কমনওয়েল্থ গেমসে আবার সোনা জেতেন৷ এখন প্রশ্ন হলো: ইনচন-এ কি হবে?

সে প্রশ্নে যাবার আগে একবার সাধারণ পটভূমিটা বিবেচনা করা যেতে পারে৷ প্রথমত, এশিয়ান গেমস হলো গ্রীষ্মকালীন অলিম্পিক্স-এর পরে বিশ্বের বৃহত্তম খেলাধুলার অনুষ্ঠান৷ বাড়তি মজাটা হলো: এখানে ভারত্তোলনের সঙ্গে সঙ্গে ‘উশু', সাঁতারের সঙ্গে সঙ্গে ‘সেপাকতাকরা' গোত্রীয় খেলাধুলো পাওয়া যাবে৷ পদকের তালিকায় গত আটবারের মতো এবারও চীনের সবার উপরে থাকার সম্ভাবনা, তবে দক্ষিণ কোরিয়াও এবার ৯০ বার সোনা জেতার টার্গেট নিয়েছে – সে লক্ষ্যে না পৌঁছাতে পারলে চির-প্রতিদ্বন্দ্বী জাপানের চেয়ে বেশি সোনা পেলেই চলবে৷

Asienspiele 2014 in Incheon Südkorea
রাজধানী সৌল থেকে ৪০ কিমি পশ্চিমে ইনচন-এ এবার এশিয়ান গেমসের আসর বসছেছবি: picture-alliance/dpa

চার বছর আগে চীনের গুয়াংঝু-তে ভারত পেয়েছিল সাকুল্যে ১৪টি সোনা, কিন্তু এবার সেই ‘ট্যালি' বাড়ানোর আশা রাখে৷ অপরদিকে চূড়ান্ত হিসাবনিকাশ যাই হোক না কেন, তার মধ্যে অভিনব বিন্দ্রার স্বর্ণপদকটি থাকবে বলেই ১২০ কোটি ভারতীয় আশা৷ কিন্তু আশা তো আর গ্যারান্টি নয়, অন্তত আধুনিক খেলাধুলার জগতে নয়৷ সবসত্ত্বেও বিন্দ্রা সম্পর্কে আশা পোষণ করার সবচেয়ে বড় কারণ সম্ভবত এই যে, তিনি একজন আধুনিক অ্যাথলিট এবং ভারতীয় খেলাধুলার জগতের একটি পুরাতন প্রথা কি বদভ্যাস তাঁর মধ্যে অনুপস্থিত: এক কথায়, অভিনব বিন্দ্রা প্রযুক্তি-বিমুখ নন৷

তিনি কমান্ডো ট্রেনিং নিয়েছেন; মস্তিষ্কের মানচিত্র তৈরি করিয়েছেন; এমনকি তাঁর নিজের পাদুকা ডিজাইন করেছেন শুটিং-এর সময় সঠিক ভারসাম্য পাবার জন্য৷ বিন্দ্রা তাঁর নিজের আত্মজীবনীতে লিখেছেন: ‘‘আমি অস্ত্রবিজ্ঞান বুঝতে চাই, প্রযুক্তি চিনতে চাই, ব্যালান্স ভেঙে দেখতে চাই, খেলোয়াড়ের মস্তিষ্ক পর্যবেক্ষণ করে দেখতে চাই৷ আমি শুটিং-এর রহস্য ভেদ করতে চাই৷ আমি খেলাধুলায় সাফল্যকে একটা এক্সপেরিমেন্টে পরিণত করতে চাই৷'' (‘এ শট অ্যাট হিস্টরি')৷

ইনচন-এ তাঁর ফলাফল কী রকম হবে? উত্তরে অভিনব বিন্দ্রা সম্প্রতি ভারতের এনডিটিভি চ্যানেলকে বলেছেন: ‘‘খেলাধুলায় শুধু একটিই গ্যারান্টি আছে৷ সেটি হলো: সাফল্যের কোনো গ্যারান্টি নেই৷''

শাবাশ৷

এসি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য