1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্টারপোলের সাবেক প্রধানের ১৩ বছর জেল

২১ জানুয়ারি ২০২০

পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সাবেক প্রধান চীনা নাগরিক মেং হোংওয়েকে ঘুস নেয়ার দায়ে সাড়ে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে৷ মঙ্গলবার চীনের একটি আদালত এই রায় দেন৷

https://p.dw.com/p/3WYIK
Meng Hongwei
ছবি: picture-alliance/AP Photo/W. Maye-E

কারাদণ্ড ছাড়াও হোংওয়েকে দুই লাখ ৯০ হাজার ডলার বা দুই কোটি ৪৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে৷

গত জুনে হোংওয়ে ২.১ মিলিয়ন ডলার বা প্রায় ১৮ কোটি টাকা ঘুস নেয়ার কথা আদালতে স্বীকার করেন৷

২০১৮ সালের সেপ্টেম্বরে চীনে যাওয়ার পর কয়েকদিন তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ পরে জানা যায়, ঘুস নেয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে৷ এরপর তাঁকে কমিউনিস্ট পার্টি থেকেও বহিষ্কার করা হয়৷

হোংওয়ের স্ত্রীর অভিযোগ, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷ গত বছর জানুয়ারিতে হোংওয়ের স্ত্রী ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় পান৷

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ছয় বছরের শাসনামলে পরিচালিত দুর্নীতিবিরোধী অভিযানে ১০ লাখের বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে৷

বেইজিং বলছে, দুর্নীতি প্রতিরোধে এই অভিযান৷ তবে বিশ্লেষকদের অভিযোগ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দিতেও এই অভিযানকে কাজে লাগানো হচ্ছে৷

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)