1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃত্যু ২৫০ ছাড়ালো

২২ নভেম্বর ২০২২

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ২৫০ ছাড়িয়েছে৷ নিহতদের বেশিরভাগই শিশু৷

https://p.dw.com/p/4JomI
পশ্চিম জাভা সিয়ানজুরে ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত একটি বাড়ির সামনে স্থানীয় দুই বাসিন্দা
পশ্চিম জাভা সিয়ানজুরে ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত একটি বাড়ির সামনে স্থানীয় দুই বাসিন্দাছবি: ANTARA/REUTERS

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল জাভার পশ্চিমাঞ্চলে সিয়ানজুর অঞ্চল৷ পাঁচ দশমিক ছয় মাত্রার এ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫২ দাঁড়িয়েছে৷ 

পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘‘আমি দুঃখের সঙ্গে ২৫২ জনের মৃত্যুর খবর জানাচ্ছি৷’’ ভূমিকম্পে কমপক্ষে ৩২৬ জন আহত হয়েছেন বলেও জানান তিনি৷ তাদের অনেককে ধংসস্তূপ নীচ থেকে উদ্ধার করা হয়েছে৷ 

বন্যার তীব্রতা কমাতে ১০ কোটি গাছের প্রকল্প

কামিল জানান হতাহতদের অধিকাংশ শিশু৷ তাদের অনেকে সরকারি স্কুলের শিক্ষার্থী, যারা দিনের ক্লাস শেষে ইসলামিক স্কুলে ধর্মীয় শিক্ষা নিতে গিয়েছিল৷

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিয়ানজুর শহরের বাসিন্দার সংখ্যা এক লাখ ৭৫ হাজার৷ শহরটি প্রচুর মসিজদ আর ইসলামিক বোর্ডিং স্কুলের জন্য খ্যাত৷ 

একই নামের পার্বত্য জেলাটিতে মোট ২৫ লাখ মানুষের বসবাস৷ বিভিন্ন স্থানে বেশ কিছু ভূমিধসের ঘটনা ঘটে৷ এতে ধসে পড়ে বহু বাড়িঘর ও স্কুল৷

কর্তৃপক্ষ জানিয়েছে নিহত ও আহতের সংখ্যা আরো বাড়তে পারে৷ এর আগে প্রাথমিকভাবে ৭০০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ৷ 

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ১৩ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে৷ 

এফএস/এসিবি (ডিপিএ, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য