1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ায় তিন পুলিশ নিহত

২৫ মে ২০১৭

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার এক বাস টার্মিনালে পাঁচ মিনিটের ব্যবধানে সংঘটিত দু’টি সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলায় দায়িত্বপালনরত তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন৷ বুধবার দিনের শেষে এই ঘটনা ঘটে৷

https://p.dw.com/p/2dYA2
Indonesien Explosion in Jakarta
জাকার্তায় হামলার পর মৃতদেহ নিয়ে যাচ্ছে পুলিশছবি: picture-alliance/AP Photo/D. Alangkara

এই জোড়া হামলায় পাঁচ পুলিশ সদস্যহ দশ জন আহত হয়েছেন৷ হামলার একদিন পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো দেশের নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন৷ ‘‘আমাদের অবশ্যই শান্ত থাকতে হবে৷ কারণ....আমরা মুসলমানরা রোজা রাখার প্রস্তুতি নিচ্ছি’’, বলেন তিনি৷ হামলার ঘটনাটি বিস্তারিত তদন্তের নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট উইডোডো৷

এর আগে গত বছরের জানুয়ারিতে জাকার্তায় আত্মঘাতী হামলাকারী ও বন্দুকধারীদের হামলায় চার হামলাকারীসহ আটজন নিহত হয়েছিল৷

গত ১৭ মাসে ইন্দোনেশিয়ায় তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এর সমর্থকদের হামলায় একের পর এক হামলা হয়েছে৷

ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র আইউয়ি সেতোনো জাকার্তার সবশেষ হামলাকে ‘বৈশ্বিক সন্ত্রাসী হামলা’র অংশ বলে আখ্যায়িত করেছেন৷ ‘‘ম্যানচেস্টার আর ফিলিপাইন্সের মারাউয়ির ঘটনা হয়ত এখানকার জঙ্গিদের বোমা হামলা চালানোর উৎসাহ যুগিয়েছে,’’ বলেন তিনি৷ উল্লেখ্য, ম্যানচেস্টারে আত্মঘাতী হামলায় ২২ জন নিহত হয়েছেন৷ আর মারাউয়িতে ইসলামি জঙ্গিরা অঞ্চলটির একটি বড় অংশের দখল নেয়ায় হাজার হাজার মানুষ পালিয়ে গেছেন৷ ঐ ঘটনার পর সেখানে সামরিক আইন জারি করা হয়েছে

তবে জাকার্তায় বুধবারের ঘটনার হামলাকারীরা সিরিয়া বা অন্য কোনো দেশ থেকে হামলা চালানোর নির্দেশ পেয়েছিলেন কিনা তা এখনও নিশ্চিত নয়৷

হামলাকারী দু'জনের নাম এখনও প্রকাশ করেনি পুলিশ৷ তবে নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর এক সদস্য জানিয়েছেন, তারা হয়ত ‘জেমাহ আনশারুত দাওলাহ’র সঙ্গে জড়িত৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘সন্ত্রাসী’ তালিকায় এই গোষ্ঠীটির নাম রয়েছে৷ গোষ্ঠীটি ইন্দোনেশিয়ায় আইএস-এর শত শত সমর্থক তৈরিতে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)