ইন্দোনেশিয়ায় তিন পুলিশ নিহত
২৫ মে ২০১৭এই জোড়া হামলায় পাঁচ পুলিশ সদস্যহ দশ জন আহত হয়েছেন৷ হামলার একদিন পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো দেশের নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন৷ ‘‘আমাদের অবশ্যই শান্ত থাকতে হবে৷ কারণ....আমরা মুসলমানরা রোজা রাখার প্রস্তুতি নিচ্ছি’’, বলেন তিনি৷ হামলার ঘটনাটি বিস্তারিত তদন্তের নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট উইডোডো৷
এর আগে গত বছরের জানুয়ারিতে জাকার্তায় আত্মঘাতী হামলাকারী ও বন্দুকধারীদের হামলায় চার হামলাকারীসহ আটজন নিহত হয়েছিল৷
গত ১৭ মাসে ইন্দোনেশিয়ায় তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এর সমর্থকদের হামলায় একের পর এক হামলা হয়েছে৷
ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র আইউয়ি সেতোনো জাকার্তার সবশেষ হামলাকে ‘বৈশ্বিক সন্ত্রাসী হামলা’র অংশ বলে আখ্যায়িত করেছেন৷ ‘‘ম্যানচেস্টার আর ফিলিপাইন্সের মারাউয়ির ঘটনা হয়ত এখানকার জঙ্গিদের বোমা হামলা চালানোর উৎসাহ যুগিয়েছে,’’ বলেন তিনি৷ উল্লেখ্য, ম্যানচেস্টারে আত্মঘাতী হামলায় ২২ জন নিহত হয়েছেন৷ আর মারাউয়িতে ইসলামি জঙ্গিরা অঞ্চলটির একটি বড় অংশের দখল নেয়ায় হাজার হাজার মানুষ পালিয়ে গেছেন৷ ঐ ঘটনার পর সেখানে সামরিক আইন জারি করা হয়েছে৷
তবে জাকার্তায় বুধবারের ঘটনার হামলাকারীরা সিরিয়া বা অন্য কোনো দেশ থেকে হামলা চালানোর নির্দেশ পেয়েছিলেন কিনা তা এখনও নিশ্চিত নয়৷
হামলাকারী দু'জনের নাম এখনও প্রকাশ করেনি পুলিশ৷ তবে নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর এক সদস্য জানিয়েছেন, তারা হয়ত ‘জেমাহ আনশারুত দাওলাহ’র সঙ্গে জড়িত৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘সন্ত্রাসী’ তালিকায় এই গোষ্ঠীটির নাম রয়েছে৷ গোষ্ঠীটি ইন্দোনেশিয়ায় আইএস-এর শত শত সমর্থক তৈরিতে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়৷
জেডএইচ/এসিবি (রয়টার্স)