ইবোলা আক্রান্ত
২৬ অক্টোবর ২০১৪চলতি বছর শেষ হওয়ার আগেই আক্রান্ত দেশগুলোতে ইবোলার প্রথম কার্যকর ওষুধ পাঠাতে পারে চীন৷ ইতিমধ্যে ঐসব অঞ্চলে থাকা চীনা সেবাকর্মীদের জন্য ওষুধ পাঠিয়েছে সে দেশ৷ আর বড় পরিসরে ব্যবহারের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন চীনা বিজ্ঞানীরা৷
এদিকে ইবোলা রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও সেবাকর্মীরা যেন নিজেরা নিরাপদ থাকতে পারেন সেজন্য জাপান আক্রান্ত দেশগুলোতে উচ্চ-প্রযুক্তির মাস্ক পাঠাচ্ছে৷
এই মাস্কের নাম পিটারিচ৷ এক ধরনের রাসায়নিক দ্বারা আচ্ছাদিত এই মাস্ক বাতাসে থাকা প্রায় ৯৯ শতাংশ ভাইরাস থেকে পরিহিতকে বাঁচাতে পারে৷ মধ্যপ্রাচ্য মার্স ভাইরাসের যখন প্রকোপ চলছিল তখন এই মাস্ক বেশ কার্যকর ভূমিকা রাখে৷ সে কারণে কদিন আগে ইবোলা আক্রান্ত দেশ গিনির সরকার এই মাস্ক নির্মাতা জাপানি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে৷ তারা চিকিৎসক ও সেবাকর্মীদের জন্য মাস্ক আমদানির ব্যাপারে কথা বলে৷ কিন্তু সেটা করতে গেলে অনেকদিন লেগে যাবে বলে ‘ক্লেভার' নামে জাপানি ঐ কোম্পানিটি বিনামূল্যেই মাস্ক সরবরাহের সিদ্ধান্ত নেয়৷ একেকটি মাস্কের দাম প্রায় ৭৫ ডলার৷
ক্লেভার কোম্পানির অন্যতম পরিচালক সুয়োশি নাকাগাওয়ারা জানিয়েছেন, তাঁরা আপাতত গিনিতে মাস্ক পাঠিয়েছেন৷ তবে ইবোলায় বেশি আক্রান্ত দেশ সিয়েরা লিওনে মাস্ক না পাঠানোর কারণ হিসেবে তিনি সে দেশে জাপানের দূতাবাস না থাকার কথা বলেন৷
জেডএইচ/এসবি (এএফপি)