1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইবোলা আক্রান্ত

২৬ অক্টোবর ২০১৪

পশ্চিম আফ্রিকায় আঘাত হানা ইবোলা ভাইরাস এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষের প্রাণ নিয়েছে৷ আক্রান্ত দেশগুলোর সহায়তায় এগিয়ে আসছে বিশ্বের বিভিন্ন দেশ৷ এশিয়ার চীন ও জাপান রয়েছে এই তালিকায়৷

https://p.dw.com/p/1Dc1u
Mali Guinea Ebola Grenzkontrolle Grenze
ছবি: Reuters/J. Penney

চলতি বছর শেষ হওয়ার আগেই আক্রান্ত দেশগুলোতে ইবোলার প্রথম কার্যকর ওষুধ পাঠাতে পারে চীন৷ ইতিমধ্যে ঐসব অঞ্চলে থাকা চীনা সেবাকর্মীদের জন্য ওষুধ পাঠিয়েছে সে দেশ৷ আর বড় পরিসরে ব্যবহারের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন চীনা বিজ্ঞানীরা৷

এদিকে ইবোলা রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও সেবাকর্মীরা যেন নিজেরা নিরাপদ থাকতে পারেন সেজন্য জাপান আক্রান্ত দেশগুলোতে উচ্চ-প্রযুক্তির মাস্ক পাঠাচ্ছে৷

এই মাস্কের নাম পিটারিচ৷ এক ধরনের রাসায়নিক দ্বারা আচ্ছাদিত এই মাস্ক বাতাসে থাকা প্রায় ৯৯ শতাংশ ভাইরাস থেকে পরিহিতকে বাঁচাতে পারে৷ মধ্যপ্রাচ্য মার্স ভাইরাসের যখন প্রকোপ চলছিল তখন এই মাস্ক বেশ কার্যকর ভূমিকা রাখে৷ সে কারণে কদিন আগে ইবোলা আক্রান্ত দেশ গিনির সরকার এই মাস্ক নির্মাতা জাপানি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে৷ তারা চিকিৎসক ও সেবাকর্মীদের জন্য মাস্ক আমদানির ব্যাপারে কথা বলে৷ কিন্তু সেটা করতে গেলে অনেকদিন লেগে যাবে বলে ‘ক্লেভার' নামে জাপানি ঐ কোম্পানিটি বিনামূল্যেই মাস্ক সরবরাহের সিদ্ধান্ত নেয়৷ একেকটি মাস্কের দাম প্রায় ৭৫ ডলার৷

ক্লেভার কোম্পানির অন্যতম পরিচালক সুয়োশি নাকাগাওয়ারা জানিয়েছেন, তাঁরা আপাতত গিনিতে মাস্ক পাঠিয়েছেন৷ তবে ইবোলায় বেশি আক্রান্ত দেশ সিয়েরা লিওনে মাস্ক না পাঠানোর কারণ হিসেবে তিনি সে দেশে জাপানের দূতাবাস না থাকার কথা বলেন৷

জেডএইচ/এসবি (এএফপি)