1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইবোলার ধাক্কায় বেসামাল স্পেন তথা ইউরোপ

১২ অক্টোবর ২০১৪

ইউরোপ যখন বিপর্যস্ত অর্থনীতি ও ইউক্রেন সহ অন্যান্য আন্তর্জাতিক সংকটের ধাক্কা সামলাতে ব্যস্ত, ঠিক সে সময় ইবোলা বা এবোলা ভাইরাসের বিপদ মোটেই সুখবর হতে পারে না৷ বিশেষ করে স্পেনে একের পর এক ঘটনার ফলে উঠছে নানা প্রশ্ন৷

https://p.dw.com/p/1DTVI
Ebola Helfer Personal Medizinische Helfer Arzt Spanien Infektion
ছবি: picture alliance/dpa/Ministry of Defense

আফ্রিকার বাইরে অনেক দেশে ইবোলা বিচ্ছিন্নভাবে ধরা পড়ছে৷ ইউরোপের শিল্পোন্নত দেশগুলি তা মোকাবিলার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছে৷ বিমানবন্দরে যাত্রীদের ‘স্ক্রিনিং' থেকে শুরু করে হাসপাতালের বিচ্ছিন্ন অংশে রোগীদের চিকিৎসার ব্যবস্থা, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ সংক্রমণ-প্রতিরোধী পোশাক – এমন অনেক পদক্ষেপের মাধ্যমে ইবোলার প্রসার রোধ করতে চায় একাধিক দেশের প্রশাসন৷

কিন্তু স্পেনে একের পর এক ঘটনার ফলে এই সব পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে৷ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও উঠছে৷ ইউরোপীয় ইউনিয়নও সে দেশের সরকারের কাছে এমন অভিযোগের জবাব চেয়েছে৷ মাদ্রিদের হাসপাতালে এক নার্স যেভাবে এই রোগের কবলে পড়েছিলেন, সেই ঘটনাকে ঘিরে বিতর্ক চলছে৷ তাঁর আশেপাশের কয়েকজন মানুষকেও বিচ্ছিন্ন ইবোলা ওয়ার্ডে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়েছে৷ প্রতিটি ক্ষেত্রে দ্রুত ও নিশ্চিতভাবে এই রোগ শনাক্ত করাও সহজ হচ্ছে না৷ কিন্তু মাদ্রিদের হাসপাতালের ‘আইসোলেশন ওয়ার্ডে' রোগীদের সংখ্যা বেড়েই চলেছে৷ তাদের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, কিছু ক্ষেত্রে সেই সব মানুষেরও ডাক পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে৷ মোটকথা স্পেনে এ নিয়ে এক বড় আকারের সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে কিছু মহল৷

ইউরোপের অন্যান্য প্রান্ত থেকেও বিচ্ছিন্নভাবে ইবোলার আবির্ভাব বা সন্দেহের ঘটনার খবর আসছে৷ ম্যাসিডোনিয়ার এক হাসপাতালে এক ব্রিটিশ নাগরিকের মৃত্যুর পর আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগেও এক রোগীর ক্ষেত্রে ইবোলা সন্দেহ করা হচ্ছে৷ ব্রিটেন বিমানবন্দরগুলিতে সতর্কতার মাত্রা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ পশ্চিম আফ্রিকা থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে এই পদক্ষেপ কার্যকর করা হচ্ছে৷ রেলপথে ফ্রান্স ও বেলজিয়াম থেকে যারা ব্রিটেনে প্রবেশ করছে, তাদের উপরেও নজর রাখা হচ্ছে৷

এসবি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য